শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ০৫:২০:১৫

বিয়ের পরই গয়না নিয়ে উধাও নববধূ!

বিয়ের পরই গয়না নিয়ে উধাও নববধূ!

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে শেষে নববধূকে নিয়ে শ্বশুড়বাড়িতে চলছে একাধিক রীতি-রেওয়াজ। আনাগোনা রয়েছে অতিথিদেরও। এদিকে ফুলশয্যার পর কয়েকদিন কাটতে না কাটতেই 'উধাও' নববধূ। গয়না নিয়ে স্বামীর ঘর ছেড়ে যে প্রেমিকের কাছে চলে যায় তরুণী! 

তাজ্জব হয়ে যায় শ্বশুড়বাড়ির লোকজন। বিয়ে নিয়ে কত রকম কাণ্ডই না চোখে পড়ে। কখনও মজার, আবার কখনও বেশ গুরুগম্ভীর ঘটনা সামনে আসে সোশ্যাল মিডিয়ায়। সবমিলিয়ে ভাইরালের দুনিয়ায় বিয়ের নানান ঘটনা রয়েছে সর্বত্র।

তেমনই বেশ কয়েকদিন আগে নেটদুনিয়ায় বিয়ের একটি ঘটনা সকলের নজর কেড়েছে। যেখানে বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় কনে। শুধু তাই নয়, সঙ্গে নিয়ে যান লক্ষাক্ষিক টাকার বিয়ের গয়নাও। এদিকে নতুন বউয়ের কাণ্ডে পুলিশের দ্বারস্থ হয়েছে বর। 

এমনই এক বিয়ের ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ঘটনাটি ভারতের কর্ণাটকের। সেখানেই গত ২১ মে কুন্দাপুর ভাদেরহোবালির বাসিন্দা এক যুবতীর সঙ্গে বিয়ে হয় উলুরু-৭৪-এর এক যুবককের। কিন্তু বিয়ের পর থেকেই নাকি কনের আচরণের পরিবর্তন দেখা যায়! 

নিয়মিত প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখতেন কনে। বিয়ের পর মাত্র চারদিনের মাথাতেই নববধূ চলে আসেন বাপের বাড়িতে। আর সেখান থেকেই পালিয়ে যান প্রেমিকের সঙ্গে। ঘটনাটিতে স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যুবক। 

তার অভিযোগ, বিয়ের পর থেকেই কনে প্রতিদিন প্রেমিকের সঙ্গে ভিডিও কল করতেন। স্বামীর আপত্তি থাকা সত্ত্বেও তোয়াক্কা করেননি তরুণী। এমনকী কনে নাকি খোলাখুলিভাবে স্বীকার করেন যে স্বামীর সঙ্গে ঘর করতে আগ্রহ নেই তার!

বরং প্রেমিককেই বিয়ে করতে চান নবূবধূ। এমনকী কনের প্রেমের সম্পর্কের বিষয়টি তার বাবা ও কাকা জানতেন বলেও দাবি যুবকের। পুলিশেক কাছে যুবক জানিয়েছেন, কনে প্রায় লক্ষাধিক টাকার গয়না নিয়ে চলে গিয়েছেন। 

১০ লাখ টাকার হিরের নেকলেস, হিরের কানের দুল, সোনার হার, সোনার চুরি এবং যুবকের মায়ের সোনার নেকলেস নিয়ে প্রেমিকের সঙ্গে চলে গিয়েছে কনে। এমনকী গয়না নিতে আপত্তি জানালে তরুণী তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনকে বধূনির্যাতনের মিথ্যে অভিযোগে জেলে পাঠানোর হুমকি দেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে