সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১২:৪৩:১১

এখনই সরিয়ে ফেলুন আপনার মোবাইলে এই অ্যাপগুলো থাকলে

এখনই সরিয়ে ফেলুন আপনার মোবাইলে এই অ্যাপগুলো থাকলে

আন্তর্জাতিক ডেস্ক: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে একাধিক অ্যাপ ইনস্টল করার সুযোগ পান। কিন্তু সব অ্যাপই আপনার জন্য নিরাপদ  নয়। কয়েক বছর ধরে গুগল প্লে স্টোরে বিভিন্ন ধরনের ম্যালেশিয়াস অ্যাপ শনাক্ত করা হয়েছে। যদিও বিপদজনক অ্যাপের সন্ধান পেলেই প্লে স্টোর থেকে সেগুলো সরিয়ে দেয়। 

সম্প্রতি এমনই ১০১ টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে। যেগুলো ব্যবহারকারীর ফোনে থাকলে অবিলম্বে ডিলিট করে দেওয়া উচিত। ডক্টর ওয়েব নামের নিরাপত্তা সংস্থা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই মুহূর্তে প্লে স্টোরে ১০১ টিরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ম্যালওয়্যার উপস্থিত আছে। যদিও গুগলের তরফ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপগুলো প্লে স্টোর থেকে মুছে ফেলা হতে পারে। কিন্তু এই ম্যালওয়্যার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবিলম্বে ফোন থেকে অ্যাপগুলো মুছে ফেলাই ভালো।

নিজেকে সুরক্ষিত রাখতে কি করবেন: গুগল প্লে স্টোর থেকে এখনো অ্যাপগুলো সরিয়ে না দিলেও, আপনি রেটিং দেখে সিদ্ধান্ত নিতে পারেন কোন অ্যাপগুলো বিশ্বস্ত। আর আপনি চাইলে নিজেও এই অ্যাপগুলোকে রিপোর্ট করতে পারেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে