আন্তর্জাতিক ডেস্ক: এবার মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ছোট প্লেন চালানোর সময় ৭৯ বছর বয়সী পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইটে থাকা এক মহিলা যাত্রী নিয়ন্ত্রণ নিজের হাতে নিলে একটি দ্বীপে ফ্লাইটটি বিধ্বস্ত হয়। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশ বলেছে, মার্কিন ম্যাসাচুসেটসের দ্বীপে ফ্লাইটটি বিধ্বস্ত হলে কারণে বিমানের বাম পাখা অর্ধেক ভেঙে যায়।
কর্তৃপক্ষ ফ্লাইটে থাকা সেই যাত্রীর নাম প্রকাশ করেনি এবং বলেছে পাইলট ও যাত্রী দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত শনিবার (১৫ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টিসবারির মার্থাস ভিনইয়ার্ড বিমানবন্দরের কাছে ম্যাসাচুসেটসের একটি দ্বীপে এই ঘটনা ঘটে।
এদিকে পুলিশ জানিয়েছে, গুরুতর অবস্থায় পাইলটকে বোস্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফ্লাইটে থাকা সেই মহিলা যাত্রী বেশি আহত হয়নি বলে তাকে ছেড়ে দেয়া হয়। শনিবার ২০০৬ পাইপার মেরিডিয়ান বিমানটি বিকেলের আগে নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি থেকে রওনা হয়েছিল। পাইলট এবং যাত্রী দুজনেই কানেকটিকাটের বাসিন্দা।
রাজ্য পুলিশ, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনাটি তদন্ত করছে। ফ্লাইটিকে সরিয়ে বিমানবন্দরে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং দুর্ঘটনার স্থানটি পরিষ্কার করা হয়েছে।