আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে সেলফি। উড়তে বিলম্ব হেলিকপ্টারের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সেলফি তুলতে এতটাই মগ্ন হয়েছিলেন যে তিনি হেলিকপ্টারের ওড়ার পথে এসে দাঁড়িয়ে পড়েন।
প্রথমে তিনি হেলিকপ্টারের ছবি তুলতে শুরু করেন। এরপর শুরু হয় কপ্টারের সঙ্গে সেলফি তোলা। সেলফি তোলা এখনকার মানুষের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। যেখানেই যান, সেখানে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকেন মানুষজন।
সেলফির চক্করে অনেক সময়ে বড় বিপদের মুখেও পড়তে হয় মানুষজনকে তাও যায়নি সেলফির হিড়িক। সম্প্রতি হেলিকপ্টার ওড়ার সময় তার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গেল এক ব্যক্তিকে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সেলফি তুলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তিনি হেলিকপ্টারের ওড়ার পথে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন। প্রথমে তিনি হেলিকপ্টারের ছবি তুলতে শুরু করেন। এরপর শুরু হয় কপ্টারের সঙ্গে সেলফি তোলা।
কিছু সময়ের জন্য হেলিকপ্টারটি উড়তে পারেনি। এর পর কয়েকজন নিরাপত্তাকর্মী সেলফি তোলা ব্যক্তির দিকে ছুটে যান এবং তাকে টেনে-হিঁচড়ে মারধরও করেন। এরপর ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান এবং তারপর হেলিকপ্টারটি টেক অফ করে। এই ভিডিওটি কেদারনাথের। ভিডিওটি ৩.৫ লক্ষের বেশি ভিউ হয়েছে। ভিডিওটি দেখুন...