মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ০৯:৪২:৪৮

বঙ্গোপসাগরে আগামীকালের মধ্যে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত!

বঙ্গোপসাগরে আগামীকালের মধ্যে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত!

আন্তর্জাতিক ডেস্ক: আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারের মধ্যে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গের আবহাওয়ায় কোন পরিবর্তন হবে তার পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা।

জুলাইয়ের অর্ধেকের বেশি সময় কেটে গেলেও বৃষ্টির অভাব ধুঁকছে দক্ষিণবঙ্গ। অস্বস্তিকর গরম থেকে চাষবাসে অসুবিধা। দিন যত এগোচ্ছে ততই বাড়ছে শুখার পরিমাণ ও বৃষ্টির ঘাটতি। বঙ্গোপসাগরে গত সপ্তাহের শেষে ঘনীভূত ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির দেখা পেলেও তা পর্যাপ্ত নয়। নতুন করে ঘনীভূত ঘূর্ণাবর্তে সাংঘাতিক কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস: আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ৩৬ শতাংশের কাছাকাছি বৃষ্টির ঘাটতি এখনও রয়েছে। এই সপ্তাহের আগে তা ছিল প্রায় ৪০ ছুঁইছুঁই। এই নয়া ঘূর্ণাবর্তের জেরে জমিয়ে বৃষ্টি নেই বঙ্গের কপালে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে। 

মঙ্গলবার কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ও বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। এমনি বর্ষা অনেকটাই দেরিতে শুরু হয়েছে এখানে। পরবর্তীকালে দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনও বৃষ্টি হয়নি। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বজায় থাকবে আগামী পাঁচ দিন।

কেমন থাকবে একুশের আবহাওয়া? দক্ষিণবঙ্গে শুধুমাত্র ২১ তারিখ অর্থাৎ শুক্রবার সামান্য একটু বেশি বৃষ্টি হবে কলকাতা সহ জেলায় জেলায়। ওই দিন তৃণমূলের বিজয় উৎসব উপলক্ষে কলকাতার ধর্মতলায় থাকে বিরাট জনসমাবেশ। জেলা থেকে সমস্ত তৃণমূল অনুগামীরা আসেন কলকাতায়। বিপুল সমাবেশের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টি নয় বলেও আশ্বস্ত করেছেন আবহবিদরা। ২১ জুলাই উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

কলকাতার আবহাওয়া: মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ, সর্বনিম্ন আর্দ্রতা ৭২ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে ধীরে ধীরে কমছে বৃষ্টি। মঙ্গলবার থেকে আগামী তিনদিনে উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে উত্তরের জেলা গুলিতে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে