মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১১:২৩:০৩

চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা

চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র আট মাস আগে ভারতের ঝাড়খণ্ডের কোডারমার সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন মিতালি শর্মা। চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন হাজারিবাগের দুর্নীতি দমন শাখা (এসিবি)-র হাতে। 

একটি স্থানীয় সংগঠনের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে, এই মর্মে অভিযোগ আসার পরেই ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। চাকরিতে যোগ দিয়ে জীবনের প্রথম পোস্টিং। আর সেখানেই ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেলেন সরকারি কর্মকর্তা। 

গত ৭ জুলাই মিতালিকে গ্রেফতার করে এসিবি। তার ঘুষ নেওয়ার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই আমরা করেনি। গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন এক এসিবি কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, মিতালি ‘কোডারমা ব্যাপার সহযোগ সমিতি’ নামে একটি স্থানীয় সংগঠন আচমকা পরিদর্শন করেন। সেখানে বেশ কিছু অনিয়ম খুঁজে পান তিনি। সংগঠনের কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার শর্তে তিনি ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। 

সরকারি কর্মকর্তা ঘুষ চাইছেন, সে কথা সংগঠনের এক সদস্য রামেশ্বরপ্রসাদ যাদব জানিয়ে দেন এসিবির ডিজিকে। দায়ের হয় অভিযোগ। এসিবির একটি দল তদন্তে নামে এবং প্রাথমিক ভাবে জানতে পারে, মিতালি সত্যিই ২০ হাজার টাকা ঘুষ চেয়েছেন। তখন মামলা রুজু করে ফাঁদ পাতা হয়।

গত ৭ জুলাই ঘুষের প্রথম কিস্তি হিসাবে ১০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান মিতালি। সরকারি কর্মকর্তা হিসাবে চাকরিতে যোগ দিয়ে আট মাস আগে প্রথম পোস্টিং পেয়েছিলেন মিতালি। সেখানেই ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়ে গেলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে