মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ০১:০৪:৪০

বিয়ে করাই তার পেশা, তরুণীর প্রতারণার শিকার ১২ যুবক!

বিয়ে করাই তার পেশা, তরুণীর প্রতারণার শিকার ১২ যুবক!

আন্তর্জাতিক ডেস্ক: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই ঘটনা। বিয়ে করাই পেশা জম্মু-কাশ্মীরের বাসিন্দা বছর ত্রিশের তরুণীর। সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ততদিনে ১২ জন যুবক এবং তাদের পরিবারকে বিয়ের নামে প্রতারণা করেছেন তিনি। 

বিয়ের মাস কয়েক পরেই মোটা টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিতেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজৌরি জেলার নৌসেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহিন আখতার নামের ত্রিশ বছরের ওই তরুণীকে। 

মোহাম্মদ আলতাফ মার নামের এক যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তরুণীকে। শাহিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন আলতাফ। এর পরেই একাধিক ব্যক্তি শাহিনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন।

পুলিশ জানিয়েছে, আলতাফের বাড়ি কাশ্মিরের বুদগামে। ঘটকের মাধ্যমে শাহিনের সঙ্গে আলাপ হয় তার। বিয়ের পর চার মাস  সংসার করেন তারা। একদিন সকালে উঠে দেখেন স্ত্রী গায়েব। সেই সঙ্গে গায়েব হয়েছে টাকা এবং সোনার গয়না। 

গত ৫ জুলাই শাহিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আলতাফ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে পুলিশ। এর পর ১৪ জুলাই শাহিনকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। 

তদন্তকারীদের দাবি, সেদিনই আদালত চত্বরে হাজির হয় একদল যুবক। সকলেরই দাবি, একই ভাবে তাদেরকেও প্রতারণা করেছেন তরুণী। এখনও পর্যন্ত আলতাফসহ ১২ জন এই অভিযোগ এনেছেন। সংখ্যাটা বাড়তে পরে বলে জানা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে