মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ০১:১৭:২৮

বিজেপিকে রুখতে ভারতে একজোট ২৬টি রাজনৈতিক দল

বিজেপিকে রুখতে ভারতে একজোট ২৬টি রাজনৈতিক দল

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য বিজেপিকে হারিয়ে দেয়া কন্নড় রাজ্যে পা দিয়ে মনে হচ্ছিল, এমনই একটা বিজেপিমুক্ত ভারত দেখার সংকল্প নিয়ে আসুমদ্র হিমাচলের বিরোধী নেতানেত্রীরা এই রাজ্যে এসেছেন বলেই শহরজুড়ে ‘ইউনাইটেড উই স্ট্যান্ড’পোস্টার। 

কারণ, মহাজোট হচ্ছে বুঝেই বিজেপিও সক্রিয় হয়ে উঠেছে। হয়তো সেই জন্য সোনিয়া গান্ধী থেকে মমতা ব্যানার্জী, লালু যাদব থেকে এম কে স্ট‌্যালিন, সবাই অতি সতর্ক। সোমবার প্রস্তুতিসভায় সেটাই বেশি গুরুত্ব পেল। 

আজ মঙ্গলবার তাজ ওয়েস্ট ইন হোটেলে মেগা বৈঠক। ২০২৪ সালের লোকসভাকে সামনে রেখে বিরোধী জোটের বড় ঘোষণা হবে। সকাল ১১টায় বৈঠক শুরু। দুটো পর্যন্ত চলার পর সাংবাদিক বৈঠক। সোমবারের প্রস্তুতি বৈঠকে সব দলের হাতে একটি কর্মসূচির খসড়া তুলে দেওয়া হয়। 

তার ভিত্তিতে আজ আলোচনা করে একটি অভিন্ন কর্মসূচি প্রাথমিকভাবে ঘোষণা হবে। এদিনও সব দল একমত হয়েছে, বিজেপিকে হারাতে গেলে একের বিরুদ্ধে এক চাই। সবাই এসে গিয়েছেন। বাড়তি মাত্রা সোনিয়ার উপস্থিতি। পাটনার চেয়ে দল আরও ভারী। সবাই নতুন জোট গঠনে একমত। ফলে বিলুপ্ত হতে চলেছে ইউপিএ।

মনমোহন সিং সরকারের সময় ইউনাইটেড প্রোগ্রেসিভ ফ্রন্ট বা ইউপিএর জন্ম হয়। বর্তমান পরিস্থিতির তাগিদে নতুন জোটের নতুন নাম ঘোষণা হতে পারে। ইন্ডিয়ান ইউনাইটেড ফ্রন্ট না কি ইউনাইটেড ইন্ডিয়া মোর্চা- কী নাম হবে মহাজোটের তা নিয়ে নেতারা ঘরোয়া কথা বলেছেন।

এদিকে ভাইপো অভিষেক ব্যানার্জীকে সঙ্গে নিয়ে গত কালই বেঙ্গালুরু পৌঁছান মমতা। তৃণমূলের তরফে এসেছেন ডেরেক ও’ব্রায়েন। শারদ পাওয়ার ছাড়া পাটনা বৈঠকের সব নেতাই এসে গিয়েছেন। এই প্রথম কংগ্রেসের আহ্বানে ডাকা এত বড় বৈঠকে হাজির হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে