আন্তর্জাতিক ডেস্ক : পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ বার সীমান্তও পাহারা দেবেন মহিলা ক্যাডেটরা। এই প্রথমবার ৫০০ জনের মহিলা স্কোয়াড পঞ্চকুলায় ভারত-চিন সীমান্তে পোস্টেড হচ্ছেন। আমাগামী মার্চ মাস থেকে সরকারি ভাবে এই দায়িত্ব তারা সামলাবেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
পদ মর্যাদায় তারা সবাই কনস্টেবল। সীমান্তে নজরদারির জন্য ৪৪ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণও দেয়া হয়েছে তাদের। সমুদ্রতল থেকে অনেক উচ্চতায়, পাহাড়ি পরিবেশেষ বেঁচে থাকাও একটা বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে সীমান্তেও নজরদারি চালানোর জন্যই তাদের তৈরি করা হয়েছে।
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের ডিজি কৃষ্ণ চৌধুরী বলেন, 'এর পর তাদের ফিল্ড ট্রেনিং দেয়া হবে। হাতে কলমে কাজ শেখানোর সঙ্গে সঙ্গে এত উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় সময় পার করার পর তাদের সীমান্তে পোস্টিং দেয়া হবে।' ভারতীয়
সেনাবাহিনী আরো জানিয়েছে, সীমান্তে নজরদারির জন্য আরো অনেক মহিলা ক্যাডেট নিয়োগ করার চিন্তাভাবনা রয়েছে। মোট ফোর্সের প্রায় ৪০ শতাংশ মহিলা ক্যাডেট নিয়োগ করা হবে।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই