বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ০৯:২৩:৩৪

নিম্নচাপ ২৪ ঘণ্টার মধ্যে? কলকাতা সহ জেলায় তুমুল দুর্যোগ?

নিম্নচাপ ২৪ ঘণ্টার মধ্যে? কলকাতা সহ জেলায় তুমুল দুর্যোগ?

আন্তর্জাতিক ডেস্ক : নিম্নচাপ ২৪ ঘণ্টার মধ্যে? কলকাতা সহ জেলায় তুমুল দুর্যোগ? বর্ষাকালেও ভ্যাপসা গরম। কবে বঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। নিম্নচাপের জেরে কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত?

ঘূর্ণাবর্ত পরিণত হচ্ছে নিম্নচাপে! ধীরে ধীরে বদল হবে বাংলার আবহাওয়া? জুলাই মাসের মাঝামাঝি সময় পার হয়ে গেলেও বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ১ জুন থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ৩৬ শতাংশ।

শুধুমাত্র কলকাতাতে বৃষ্টিপাতের ঘাটতি ৪৭ শতাংশ। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি হলেও উত্তরবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত ২১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। যদিও এখনও বাংলায় ১ জুন থেকে এখনও পর্যন্ত মোট বৃষ্টিপাতের ঘাটতি ১৩ শতাংশ।

আবহাওয়াবিদদের একাংশের মতে বর্ষার বিলম্ব প্রবেশ এবং উপযুক্ত কোনও সিস্টেম তৈরি না হওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের এই ঘাটতি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিম্নচাপ তৈরি হলে কি বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টি শহরে?

ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে। এছাড়াও মৌসুমী অক্ষরেখার অবস্থান ওডিশা লাগোয়া। এই জোড়া ফলায় ওডিশা, ছত্তিশগড়, তেলেঙ্গানার আবহাওয়া বদলের বড় সম্ভাবনা।

কিন্তু, দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত নিয়ে আশার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস। অর্থাৎ দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া? তাপমাত্রা কমলেও আপেক্ষিক আর্দ্রতার জন্য বাড়ছে অস্বস্তি। বুধবার কি স্বস্তির বৃষ্টি? এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ। এদিন শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২১ জুলাই কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে হালকা বৃষ্টিপাত হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কোনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। হালকা বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রার বিশেষ বদলের কোনও সম্ভাবনা নেই।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে