আন্তর্জাতিক ডেস্ক: সদ্য চাঁদের দেশে পাড়ি দিয়েছে ভারতের ‘চন্দ্রযান ৩’। গত সপ্তাহের শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ‘ইসরো’র এই সফল উৎক্ষেপণ ঘিরে আশায় বুক বাঁধছে ভারতের ১৩০ কোটি জনতা।
এই চন্দ্রাভিযানের হাত ধরে চাঁদের ওপর পা রাখার গৌরব অর্জনের লক্ষ্য স্থির করে এগিয়েছে ভারত। এদিকে, পাকিস্তানের সাবেক বিজ্ঞান বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে ভারতের এই ‘চন্দ্রযান ৩’ নিয়ে প্রশ্ন করা হয়েছিল এক টিভি সম্প্রচারে। সেখানে তার দেওয়া উত্তরের ভিডিও ক্রমাগত ভাইরাল হতে শুরু করেছে।
‘ইতনে পাপড় বেলনে কি জরুরত নেহি’ অর্থাৎ তর্জমা করলে বাংলায় বলা যায়, ‘এত কষ্ট করার দরকার নেই’, এই মন্তব্য করে পাকিস্তানের তরফে মহাকাশ বিজ্ঞান চর্চা তথা চন্দ্রাভিযান নিয়ে তার অবস্থান স্পষ্ট করলেন ফাওয়াদ চৌধুরী।
উল্লেখ্য, এক টিভি সম্প্রচার অনুষ্ঠানে ফাওয়াদ চৌধরীকে জিজ্ঞাসা করা হয়, ভারতের 'চন্দ্রযান ৩' এর উৎক্ষেপণের সাফল্য নিয়ে। সেখানে তিনি সাফ জানান, ‘আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আমাদের একটি অবস্থান রয়েছে। আমাদের পয়েন্ট অফ ভিউ এটাই যে, আপনাদের এত কষ্ট করার দরকার নেই। চাঁদকে তো দেখাই যায়, তার লোকেশনও জানা থাকে…’।
একজন সাবেক মন্ত্রী তাও আবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের মন্ত্রীর কাছ থেকে এমন এক মন্তব্য শুনে নেটিজেনরা হেসে কূল পাচ্ছেন না! অনেকে বুঝতেই পারছেন না এমন আজব বক্তব্যের নেপথ্যে পাক মন্ত্রী কী বলতে চাইছেন। গোটা ঘটনার ভিডিও ইন্টারনেটের দুনিয়াকে প্রবল হাসি হাসিয়ে দিয়েছে।
অনেকেই বলছেন, ফাওয়াদ যেটা বলতে চেয়েছেন, যে চাঁদ দেখার জন্য 'চন্দ্রযান ৩'কে চাঁদে পাঠানোর প্রয়োজন নেই। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বলছেন, চাঁদকে এমনিই দেখা যায়, যখন তার জন্য এত কষ্ট করার প্রয়োজন কী!