বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ০২:৩২:২৩

বদলা নিতে বিষধর সাপ দিয়ে প্রেমিককে মেরে ফেললেন প্রেমিকা!

বদলা নিতে বিষধর সাপ দিয়ে প্রেমিককে মেরে ফেললেন প্রেমিকা!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে এক ব্যবসায়ীর মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য। বন্ধ গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে দেহ। অভিযোগ, সাপের ছোবলে মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। ঘটনায় অভিযুক্ত মৃতের বান্ধবী-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তদন্তকারীদের অনুমান, প্রেমিক মদ্যপ অবস্থায় শারীরিক নিগ্রহ করায় বদলা নিতেই বিষধর সাপের ছোবলে খুনের ছক কষে তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম অঙ্কিত চৌহান (৩০)। শনিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হলদওয়ানির তিনপানি এলাকায়। 

যে গাড়ি থেকে অঙ্কিতের দেহ উদ্ধার করা হয় তা রাস্তার ধারে ইঞ্জিন চালু রাখা অবস্থায় বহুক্ষণ দাঁড়িয়েছিল। যদিও গাড়ির দরজা, জানলা বন্ধ ছিল। শুরুতে পুলিশ মনে করেছিল, গাড়ির ভিতরে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অঙ্কিতের। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই চমকে যান তদন্তকারীরা।

মৃত ব্যবসায়ীর দেহে সাপের বিষ মেলে। এদিকে অঙ্কিতের মোবাইল ফোন সূত্রে খোঁজ মেলে প্রেমিকা মাহি ওরফে ডলির। জানা যায় ষড়যন্ত্রে সামিল উত্তরপ্রদেশের সাপুড়ে রমেশনাথও। তাকে হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ। 

জিজ্ঞাসাবাদে সে জানায়, মদ্যপ অবস্থায় মাহির উপর প্রায়ই শারীরিক অত্যাচার করতেন অঙ্কিত। সেই রাগেই তাকে খুনের ছক কষেছিলেন মাহি। সঙ্গ দেন মাহির বান্ধবীরা। সেই সূত্রেই রমেশনাথের থেকে সাপের বিষ যোগাড় করেন তারা। ঘটনার আগের দিন অঙ্কিতের বাড়িতে যান মাহি এবং তার বান্ধবীরা। 

তখনই মদে মাদক মিশিয়ে খাওয়ানো হয় তাকে। এরপর সাপ তার গায়ে সাপ ছেড়ে দেওয়া হয়। পুলিশ মনে করছে, বিষধর সাপের ছোবলেই মৃত্যু হয়েছে তরুণ ব্যবসায়ীর। ঘটনার পর পলাতক হলেও পরে গ্রেপ্তার করা হয়েছে মাহি এবং তার চার বন্ধবীকে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে