বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ০৬:০৬:২২

শেখ মাহরার বিয়ে হার মানিয়েছে রূপকথার কোনো রাজকন্যার বিয়েকেও

শেখ মাহরার বিয়ে হার মানিয়েছে রূপকথার কোনো রাজকন্যার বিয়েকেও

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ মাহরার বিয়ে হার মানিয়েছে রূপকথার কোনো রাজকন্যার বিয়েকেও। এমব্রয়ডারি করা গাউনে মাহরাকে লাগছিল যেন রূপকথার কোনো পরী।

জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে। তার স্বামী একজন সফল উদ্যোক্তা।

তিনি জিসিআই রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি, এমএম গ্রুপ অব কোম্পানি, দুবাই টেক এবং আলবারাদা ট্রেডিংয়ের মতো অনেক কোম্পানির সঙ্গে জড়িত। ২৭ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এবার সেই বিয়ের ভিডিও প্রকাশ করে তাক লাগিয়ে দেন শেখকন্যা।

যদিও শেখকন্যাদের বিয়ের ভিডিও অন্তরালেই থাকে। তবে সে ক্ষেত্রে ভিন্ন পথে হেঁটেছেন মাহরা। নবদম্পতির জন্য শ্বশুরবাবার লেখা একটি কবিতা শেয়ার করেছেন মাহরা। দুবাইয়ের ডিজাইনার এজরা কউচারের একটি জাঁকজমকপূর্ণ সাদা গাউন পরেছিলেন মাহরা।

সাদা রঙের বলগাউনে একটি ডায়াফানাস ওড়না দিয়ে স্বর্গীয় পরীর মতো লাগছিল তাকে। হীরার ব্রেসলেট, ঘড়ি এবং আংটি পরেছিলেন তিনি। স্নিগ্ধ ফুলের তোড়া হাতে মাহরাকে লাগছিল রূপকথার রাজকন্যার মতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে