আন্তর্জাতিক ডেস্ক: ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের রাজস্থানের জয়পুর। ৪.৪ মাত্রায় কম্পন হয়। শহরের কিছু অংশে কম্পন অনুভূত হলেই আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। ভোর ৪টা ১০ মিনিটে কম্পন অনুভূত হয়।
পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ১৫ মিনিটের মধ্যে তিনবার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের প্রথম কম্পনটি ৪:১০ মিনিটে, দ্বিতীয়টি ৪.২৩ মিনিটে এবং তৃতীয়টি ৪.২৫ মিনিটে।
ভারতের মণিপুরের উখরুলেও ভূমিকম্প হয়। ভোর ৫.০১ মিনিটে ৩.৫ মাত্রায় কম্পন অনুভূত হয়। জয়পুরে ভূমিকম্পের জেরে আচমকাই ঘুম ভাঙে অঘোরে ঘুমিয়ে থাকা মানুষের। শহরের আবাসনের বাসিন্দারা ছুটে বেরিয়ে আসেন। প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে দেখা যায় সকলকে।
ভূমিকম্পের তীব্রতা খুব বেশি হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের রাজধানী জয়পুর। ১৫ মিনিটে তিনবার কেঁপে ওঠে জয়পুর। যদিও ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভূমিকম্পের প্রথম ধাক্কাটি খুব শক্তিশালী ছিল, পরে সবাইকে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখা গেছে।