শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ০৫:০০:০৪

রাজপথে ঘুরে বেড়াচ্ছে সিংহ, আতঙ্কিত রাজধানীবাসী!

রাজপথে ঘুরে বেড়াচ্ছে সিংহ, আতঙ্কিত রাজধানীবাসী!

আন্তর্জাতিক ডেস্ক: রাজপথে ঘুরে বেড়াচ্ছে সিংহ, সেই ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী! জার্মানির রাজধানী বার্লিনের রাস্তায় পালিয়ে যাওয়া একটি সিংহকে খুঁজে পেতে দিনরাত এক করে ফেলেছে বার্লিন পুলিশ।

মানুষখেকো হিংস্র ক্ষতি করতে পারে, এই আশঙ্কায় সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিংহটিকে অনেকেই রাস্তায় হাঁটতে দেখেছেন। বুধবার রাত থেকে বার্লিনের দক্ষিণ–পূর্ব দিকের ব্র্যান্ডনবার্গে সিংহ খোঁজার অভিযান শুরু হয়।

সিংহটিকে খুঁজে বের করতে হেলিকপ্টারের সাহায্যও নেওয়া হয়েছে। কয়েকশো পুলিশ কর্মী সিংহটিকে খোঁজার কাজ চালাচ্ছেন। বর্তমানে ব্র্যান্ডনবার্গের পুরসভা এলাকা ক্লেইনমাচনো এবং স্টাহনসডর্ফে তল্লাশি অভিযান চলছে। 

সিংহ আতঙ্কের জেরে বার্লিনের দক্ষিণ অংশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, নাগরিক সুরক্ষা অফিস স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছে, তারা যেন পোষ্যদের ঘরের ভেতরে রাখেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে