রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ০৫:৫২:৫৪

এবার বড় পদক্ষেপ নিলেন সীমা হায়দার! ফাঁসালেন দুই বলি তারকাকেও

এবার বড় পদক্ষেপ নিলেন সীমা হায়দার! ফাঁসালেন দুই বলি তারকাকেও

আন্তর্জাতিক ডেস্ক: অনলাইনে গেম খেলার মাধ্যমে পরিচয়, বার্তালাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। তারপর নেপালে সাত পাকে বাঁধা পড়েন সীমা হায়দার এবং তার প্রেমিক সচিন মিনা। কিন্তু সীমা-সচিন জুটি বর্তমানে ভারত জুড়ে চর্চায় রয়েছেন।

কারণ পাকিস্তান থেকে নেপাল হয়ে চার সন্তান-সহ ভারতে অবৈধ ভাবে প্রবেশ করে সচিনের সঙ্গে সংসার গড়ে তুলেছেন সীমা। পাকিস্তানে নয়, ভারতেই থাকতে চান। স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির সদস্যদের কাছে শান্তি এবং ভালবাসা খুঁজে পেয়েছেন, এমনটাই দাবি করেছেন সীমা। 

এবার বড় পদক্ষেপ নিলেন সীমা। ভারতের নাগরিকত্ব চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুমুর্র কাছে ক্ষমা চেয়ে আবেদনও করেছেন তিনি। রাষ্ট্রপতির কাছে আবেদনে সীমা জানিয়েছেন, তিনি সচিনের সঙ্গে বিয়ের আগেই হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। তারপর নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে হিন্দু মতে সচিনের সঙ্গে বিয়ে করেছেন তিনি।

আবেদনপত্রে রোমিও-জুলিয়েট এবং লয়লা-মজনুর মতো জুটির কথাও রাষ্ট্রপতির কাছে উল্লেখ করেছেন সীমা। সচিন এবং তার প্রেমকাহিনি যে ‘অমর’, সীমা যেন তারই আভাস দিলেন। তবে আবেদনপত্রে শুধু নিজের কথাই উল্লেখ করেননি সীমা। চিঠিতে উঠে এসেছে বলিউড জগতের দুই তারকার নামও।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে বলি অভিনেতা অক্ষয় কুমারের নাম। সীমার দাবি, কানাডার নাগরিকত্ব থাকা সত্ত্বেও অক্ষয় ভারতের নাগরিক। শুধু অক্ষয় নন, তার পাশাপাশি আবেদনপত্রে সীমা এক বলি অভিনেত্রীর নামও উল্লেখ করেছেন।

সীমা আবেদনপত্রে লিখে জানান, বলি অভিনেত্রী আলিয়া ভাট্টের কাছেও নাকি দুই জায়গার নাগরিকত্ব রয়েছে। ভারতের নাগরিক হয়েও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে আলিয়ার কাছে। এমনটাই দাবি সীমার।

সীমার দাবি, যদি অক্ষয় এবং আলিয়ার মতো তারকারা অন্য দেশের নাগরিক হয়েও ভারতে থাকতে পারেন তা হলে সীমার ক্ষেত্রেও কোনও অসুবিধা হওয়ার কথা নয়। রাষ্ট্রপতির কাছে মামলার মৌখিক শুনানির আবেদন জানিয়েছেন সীমা। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আদালতে সীমার হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী এপি সিং। সীমাকে কেন্দ্র করে নানা বিতর্ক দানা বেঁধেছে। একাংশের অনুমান, প্রেমের টানে ভারতে আসেননি সীমা। তিনি আসলে পাকিস্তানের গুপ্তচর।

এমনকি এও সন্দেহ করা হচ্ছে যেসীমা কোনও সাধারণ মহিলা নন। তার জীবনে অনেক রহস্যই গোপন রয়েছে। সেই রহস্যোদ্ঘাটনে তৎপর হয়েছেন তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তাই বলিপাড়ার এত তারকা থাকতে হঠাৎ অক্ষয় এবং আলিয়ার নাম উল্লেখ করার নেপথ্যে বিশেষ কোনও কারণ রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে সীমার দাবি, ভারতের নাগরিকত্ব পেতে তদন্তকারী সংস্থাকে সব রকম ভাবে সহায়তা করতে রাজি তিনি। রাষ্ট্রপতিকে আবেদন জানানোর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানিয়েছিলেন সীমা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে