বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১০:৫৩:১৪

পাকিস্তানের গিয়ে প্রেমিককে বিয়ে, ভারতের অঞ্জু এখন ফতিমা!

পাকিস্তানের গিয়ে প্রেমিককে বিয়ে, ভারতের অঞ্জু এখন ফতিমা!

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমের টানে স্বামী, সন্তান ছেড়ে ভিনদেশে পাড়ি দেওয়ার দুই ঘটনায় তোলপাড় ভারত এবং পাকিস্তান। পাক ‘বধূ’ সীমার পাশাপাশি উঠে এসেছে ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা অঞ্জুর নাম। প্রেমিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে পাড়ি দেন তিনি। 

যদিও সেদেশে ভারতীয় বধূ পা রাখা মাত্র তাদের সম্পর্ক ঘিরে যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি যুবক কিন্তু নাটকীয় মোড় নিল ঘটনা। শেষ খবর, ধর্ম বদলে প্রেমিক নাসরুল্লাকে বিয়ে করলেন অঞ্জু। জানা গিয়েছে, খাইবার পাখতুন প্রদেশের প্রত্যন্ত গ্রামে নাসরুল্লা-অঞ্জুর নিকহ হয়। 

বিয়ের আগে ধর্ম পরিবর্তন করা হয় উত্তরপ্রদেশের তরুণীর। নতুন নাম হয় ফতিমা। জেলা আদালতের অনুমোদনে নাসরুল্লা-ফতিমার আইনি বিবাহও সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে নবদম্পতি স্থানীয় পাহাড়ি এলাকায় প্রমোদভ্রমণে বেরিয়েছেন। 

স্থানীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নাসির মেহমুদ সাট্টি সি নাসরুল্লা-ফতিমার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, রীতিমতো পুলিশি পাহারায় নাসরুল্লার পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে হয়েছে।

প্রসঙ্গত, অঞ্জুর জন্ম উত্তরপ্রদেশে। বিয়ের পর তিনি রাজস্থানের অলওয়রে থাকছিলেন। নাসরুল্লা (২৯) আর অঞ্জু (৩৪) ২০১৯ সাল থেকে ফেসবুকে বন্ধু। বন্ধুত্ব থেকেই প্রেম। এবং পাকিস্তানে পাড়ি। এক মাসের ভিসা নিয়ে সেদেশে প্রবেশ করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে