বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১২:৩৯:৫৬

হঠাৎ জাহাজে আগুন, জানুন বিস্তারিত

হঠাৎ জাহাজে আগুন, জানুন বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের সমুদ্রসীমায় একটি গাড়িবাহী জাহাজে আগুন লেগে একজন ক্রু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক জন ক্রু। জাহাজটিতে প্রায় ৩ হাজার বৈদ্যুতিক গাড়ি রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নেদারল্যান্ডসের কোস্টগার্ডের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিম্যানটেল হাইওয়ে নামের ১৯৯ মিটারের মালবাহী জাহাজটি তৈরি ও নিবন্ধিত হয়েছে পানামায়। গাড়িগুলো নিয়ে জার্মানির ব্রেমারহ্যাভেন বন্দর থেকে থেকে মিসরের দিকে রওনা হয়েছিল জাহাজটি। বন্দর থেকে ১৭ কিলোটার পথ পাড়ি দিয়ে নেদারল্যান্ডসের সমুদ্রসীমায় ঢোকার পর হঠাৎ আগুন লাগে সেটিতে।

ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নেভাতে গিয়ে নিহত হন একজন ক্রু। আরও বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন। আহতদের কয়েক জন আগুনের আঁচ থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপও দিয়েছিলেন।

ফ্রিম্যানটেল হাইওয়েতে এখনও জ্বলছে আগুন। ক্রুদের বাঁচাতে এগিয়ে আসা নেদারল্যান্ডসের সরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠান দ্য রয়েল ডাচ রেসকিউ কোম্পানির (কেএনআরএম) একটি উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন উইলার্ড মলিনার নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম এনওএসকে বলেন, ‘আগুন লাগার পর অত্যন্ত দ্রুতগতিতে তা ছড়িয়ে পড়ে এবং প্রচুর ধোঁয়া উঠছিল সেখান থেকে। কয়েকজন ক্রু আগুনে ঝাঁপ দিয়েছিলেন, আমরা তাদেরকে সেখান থেকে তুলেছি।’

আহত ক্রুদের উদ্ধারেরের পর কেএনআরএমের একটি হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মলিনার। তিনি আরও জানান পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল; কিন্তু তাতে আগুন নেভেনি, বরং জাহাজটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সেই প্রচেষ্টা থেকে সরে আসতে হয়েছে উদ্ধঅরকারী জাহাজকে। বর্তমানে হুকের সাহায্যে জাহাজটিকে ভাসিয়ে রাখা হয়েছে।

‘জাহাজটিতে প্রায় ৩ হাজার গাড়ি রয়েছে। সবগুলোই বৈদ্যুতিক গাড়ি। গাড়িগুলোর মধ্যে থাকা ব্যাটারির কারণেই এখনও সেখানে আগুন জ্বলছে। এ কারণে সাগরে ভাসমান অবস্থায় সেই আগুন নেভানো পায় অসম্ভব’ এনওএসকে বলেন মলিনার।

জার্মানির অবসরপ্রাপ্ত প্রথম সারির নাবিক এবং বর্তমানে জার্মান বিমা সংস্থার কর্মকর্তা উয়ে পিটার শিডার রয়টার্সকে বলেন, ‘সম্ভবত জাহাজটিতে থাকা কোনো একটি বা একাধিক গাড়ির ব্যাটারির রাসায়নিক বিক্রিয়া থেকে এই আগুনের সূত্রপাত। বৈদ্যুতিক গাড়ির এই ব্যাপারটি বেশ ঝুঁকিপূর্ণ। এর আগেও আমরা এমন ঘটতে দেখেছি।’ সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে