শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ০২:৫৬:১১

হোয়াটসঅ্যাপে চালু হলো আরও একটি নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে চালু হলো আরও একটি নতুন ফিচার

এমটিনিউজ ডেস্ক : হোয়াটসঅ্যাপের আরও একটি নতুন ফিচারের চালু করলেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। এখন থেকে ব্যবহারকারীরা এই মেসেজিং অ্যাপের মাধ্যমে সরাসরি ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠাতে পারবেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার এই সংক্রান্ত ঘোষণা করেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ।

এর আগে হোয়াটসঅ্যাপে ভিডিও ফাইল অ্যাটাচ করে পাঠানো যেত। ব্যক্তিগত কোনও মেসেজ হলেও প্রথমে তা রেকর্ড করে তারপর তা ভিডিও ফাইল আকারে পাঠাতে হত। তবে এবার অ্যাপের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে রেকর্ড করে সাথে সাথেই সেন্ড করা যাবে ভয়েস মেসেজের মতোই।

হোয়াটসঅ্যাপে চ্যাট বক্সে ডানদিকে নীচে থাকা মাইক অপশনে ক্লিক করে ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে ক্লিক করলেই ভিডিও মোডে সুইচ করার অপশন সামনে আসবে। অপশনটি সিলেক্ট করে ট্যাপ করে রেখে ভিডিও বার্তা রেকর্ড করা যাবে। বার্তা রেকর্ড করা হলে তা সাথে সাথেই সেন্ড করা যাবে।

ইউজারদের সুবিধার জন্য এর আগে একাধিক ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। আগে শুধুমাত্র মেসেজিং প্ল্যাটফর্ম ছিল অ্যাপটি। এখন এই অ্যাপের মাধ্যমে ফাইল পাঠানো সহজ হয়েছে। পাশাপাশি ভিডিও কল, অডিও কলের মতো ফিচার আরও কাছাকাছি নিয়ে এসেছে বার্তা প্রেরক ও প্রাপককে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে