শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১১:২০:৪২

রাতে প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে সীমান্ত পার, বাংলাদেশে আটক বিএসএফ সদস্য

রাতে প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে সীমান্ত পার, বাংলাদেশে আটক বিএসএফ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমের টানে মানুষ কত কিছুই না করে ফেলে! এই টানেই সীমা হায়দার ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে ছিলেন। এদিকে আবার বিএসএফ সদস্য সোনু কুমার জেটপ (৩০) ঘটিয়ে বসলেন আরেক কাণ্ড। 

গোপনে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে ঢুকে পড়েন বাংলাদেশে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত এলাকায় ঘটেছে এই ঘটনা। 

জানা গিয়েছে, সোনু কুমার ভারতের বিষখাওয়া ৩১ বিএসএফ ক্যাম্পের ব্যাটালিয়ন সদস্য। ক্যাম্পের পাশের গ্রামের এক বিবাহিত মহিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে ওই গ্রামে যান সোনু। 

আর সেকথা টের পেয়ে যায় প্রেমিকার স্বামী। তাতেই ঘটে বিপত্তি। আশেপাশের লোকজন নিয়ে সোনু কুমার জেটপকে তাড়া করেন ওই ব্যক্তি। প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন বিএসএফ সদস্য।

বাংলাদেশের মানুষ আবার তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেন। কুড়িগ্রাম ২২ বিজিবি অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন জানান, অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের জন্য ওই বিএসএফ সদস্য দুঃখ প্রকাশ করেন।

ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়। আর তার মাধ্যমেই রাত সাড়ে বারোটা নাগাদ বিএসএফের হাতে সোনু কুমার জেটপকে তুলে দেওয়া হয়। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে