সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ০৮:০৯:০১

ইঞ্জিন বিকল হওয়ায় সাগরে জরুরি অবতরণ, তলিয়ে গেল বিমান!

ইঞ্জিন বিকল হওয়ায় সাগরে জরুরি অবতরণ, তলিয়ে গেল বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : ইঞ্জিন বিকল হওয়ায় জরুরিভিত্তিতে সমুদ্রের পানিতে অবতরণ করেছে ফ্রান্সের একটি ছোট্ট পর্যটক বিমান। আর সমুদ্রে অবতরণের পরপরই তলিয়ে গেছে সেটি। তবে বিমানের পাইলট-যাত্রী সবাই বেঁচে গেছেন। 

রোববার সকাল ১০টায় ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ভূমধ্যসাগরীয় ফ্রেজোস রিসোর্টের কাছে বিমানটি অবতরণ করে। সেসেনা ১৭৭ মডেলের ছোট্ট বিমানটি সমুদ্রের যে স্থানে জরুরি অবতরণ করেছে সেখান থেকে উপকূল ৬০০ মিটার বা ১ হাজার ৯৬৮ ফুট দূরে অবস্থিত। 

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিন বিকল হওয়ার পর পাইলট জরুরিভিত্তিতে সমুদ্রেই বিমান অবতরণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু স্থানটি পর্যটক এলাকা হওয়ায় সেখানকার সমুদ্রসৈকতে অনেক মানুষ ছিল। আর এসব মানুষের কথা চিন্তা করে পাইলট সৈকতে অবতরণ না করে বিমানটি একটু দূরে পানিতে অবতরণ করান। 

ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, ‘এমন দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করাতে আপনার অনেক প্রায়োগিক সক্ষমতা এবং ভাগ্যের প্রয়োজন।’ বিমান থেকে ফায়ার সার্ভিস দুজন নারী এবং একজন পুরুষ যাত্রীকে উদ্ধার করে। তারা সবাই অক্ষত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে