মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩, ১২:৫৭:৪৮

সৈকতে ভেসে আসা সেই রহস্যময় বস্তুটির পরিচয় জানা গেছে

সৈকতে ভেসে আসা সেই রহস্যময় বস্তুটির পরিচয় জানা গেছে

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ভেসে আসা সেই রহস্যময় বস্তুটির পরিচয় অবশেষে জানা গেছে। এটি আসলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেটেরই একটি অংশ বলে নিশ্চিত করেছে ভারত।

অস্ট্রেলিয়ায় পার্থের গ্রিন হেড সৈকতের কাছে জুলাইয়ের মাঝামাঝিতে ভেসে আসে বিশালাকার ওই বস্তুটি।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান কর্মকর্তা সোমনাথ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, এটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি)। 
গত বুধবার অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা (এএসএ) জানিয়েছিল, বস্তটি সম্ভবত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের (পিএসএলভি) তৃতীয় পর্যায়ের খণ্ডাংশ। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে