বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩, ০৪:৩২:৪৯

১৫ বছরের কাশ্মীরি কিশোরীর এমন সাফল্যে বিস্মিত দুনিয়া!

১৫ বছরের কাশ্মীরি কিশোরীর এমন সাফল্যে বিস্মিত দুনিয়া!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সবচেয়ে উপরে অবস্থিত রাজ‍্য জম্মু ও কাশ্মীর। সারা বছর খবরের শিরনামে থাকে গুলি-গোলা, সংঘর্ষের কারণে। তবে, এবার ব‍্যতিক্রম। জম্মু ও কাশ্মীরকে এবার সকলের নজর আনার পুরো কৃতিত্ব ১৫ বছরের এক কিশোরীর।

সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) আর্থিক অনুদানে সারা ভারতব্যাপী একটি ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম করা হয়েছিল। দেশটির বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীদের মতো কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল জম্মু-কাশ্মীরের দশম শ্রেণির ছাত্রী ভুপিন্দর কৌরও।

জম্মু ও কাশ্মীরের একটি ছোট্ট গ্রাম আবতাল। সেই গ্রামেরই একটি সরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ভুপিন্দর। ছোট থেকেই মহাকাশ বিজ্ঞান নিয়ে প্রবল আগ্রহ ছিল তার। ছাত্রীর এই উৎসাহ নজরে আসে স্কুলের শিক্ষিকাদের। শেষমেশ শিক্ষিকার তাগিদেই কর্মসূচির জন্য নাম অন্তর্ভুক্ত করেন ভূপিন্দর এবং সে নির্বাচিত হয় ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে।

শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে কৌতুহল এবং ঝোঁক সৃষ্টির জন্য ২০১৯ সাল থেকে দেরাদুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং থেকে জাতীয়স্তরে এই ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম বা ইয়ুভিকা কর্মসূচি আয়োজন করে।

ভূপিন্দরের কথায়, প্রতি বছরই ইসরো এই কর্মসূচির আয়োজন করে, তা তার জানা ছিল না। স্কুলের শিক্ষিকাই তাকে সাহায্য করেছেন এই কর্মসূচিতে নাম দেওয়ার জন‍্য। তাই চলতি বছর দেশের ৩৫০ জন শিক্ষার্থীর মধ‍্যে সেও একজন।

অভিজ্ঞতা ব‍্যপারে বলতে গিয়ে ভূপিন্দর জানিয়েছে যে, মহাকাশ বিজ্ঞান নিয়ে তার খুবই আগ্রহ তাই অনেক অজানা বিষয় সে জানতে পেরেছে এই অনুষ্ঠান থেকে। কী কী পদ্ধতিতে একটি রকেট তৈরি করা হয়, কী থাকে সেটায়, কতক্ষণ সময় লাগে তৈরি করতে সেই সব কিছু তথ‍্য সে জানতে পেরেছে এই অনুষ্ঠান থেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে