বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩, ০৪:৪৮:০৫

স্বামী তুমি কার? যুবক ধরে আদালত চত্বরে দুই বউের টানাটানি!

স্বামী তুমি কার? যুবক ধরে আদালত চত্বরে দুই বউের টানাটানি!

আন্তর্জাতিক ডেস্ক: স্বামী তুমি কার? এক স্বামীকে নিয়ে দুই বউয়ের টানাটানি আদালত চত্বরেই। আদালত চত্বরেই শাশুড়ি ও বউ মিলে গুণধর স্বামীর জামার কলার ধরে টানা টানাটানি করছে, কখনও আবার দুই বউ এর স্বামীকে নিয়ে টানাটানি। 

এমন নাটকীয় ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের ঘাটাল মহকুমা আদালত। আর এই ঘটনা দেখতে আদালত চত্বরে ভিড় জমে যায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাটাল মহকুমার চন্দ্রকোণার ছোটবালা গ্রামের প্রশান্ত কয়ারির সঙ্গে ২০১৯ সালে বিয়ে হয় দাসপুরের খেপুত উত্তরবাড়ের মৌসুমী চক্রবর্তীর। 

বিয়ের কয়েকমাস পরেই তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর প্রশান্তবাবু আবার বিয়ে করে ঘাটাল থানার হরেকৃষ্ণপুরের বনানী হড়কে। এদিকে বনানী যখন ৬ মাসের অন্তঃসত্ত্বা তখন প্রশান্ত মারধর করে বলে অভিযোগ তুলে তিনি বাপের বাড়ি চলে যান। 

সেখানে তার একটি পুত্র সন্তানও হয়, এখন তার বয়স ৭ মাস। এদিকে ডিভোর্সের পর প্রশান্তর আগের স্ত্রী মৌসুমী চলতি বছরে গত ৭ জুন দাসপুরের সীতাপুরের যুবক প্রসেনজিৎ রায়কে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ২৩ জুন মৌসুমী বাপের বাড়ি বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি।

এদিকে প্রসেনজিৎ এর অভিযোগ মৌসুমী আমার সঙ্গে প্রতারণা করেছে। এমনকী তার প্রাক্তন স্বামী প্রশান্তর কাছে সে চলে যায়। মৌসুমীকে ডিভোর্স দিয়ে দিতে তারা বলে। মঙ্গলবার সেই ডিভোর্সের আবেদনের জন্যই সবাই আদালতে উপস্থিত হয়। 

খবর পেয়ে প্রশান্তর স্ত্রী বনানী ও তার মা আদালতে হাজির হন। সেখানেই ঘটে এই নাটকীয় ঘটনা। আদালতের ভিতর থেকেই বনানীর মা ও বনানী প্রশান্ত এবং তার সাবেক স্ত্রীকে টেনে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন।

প্রশান্ত বলেন, মৌসুমী আমার প্রথম পক্ষের স্ত্রী। সে চলে যাওয়ার পর আমি ২য় বিয়ে করেছিলাম। তবে, মৌসুমী ফিরে আসার তার সঙ্গে আমি ফের বিয়ে করি। সে ফের বিয়ে করেছিল তা জানতাম না। তাই, মৌসুমী এদিন ঘাটাল আদালতে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছিল। আর বনানী এবং তার পরিবার ভাল না। ওর সঙ্গে থাকতে চাই না।

স্বামীর বিরুদ্ধে কী বললেন বনানী? এদিন আদালত চত্ত্বরে বনানী বলেন, ‘আমার সঙ্গে প্রতারণা করেছে প্রশান্ত। আমি ওর শাস্তি চাই। ওর সঙ্গে অভিযুক্ত মহিলারও আমি শাস্তি দাবি করছি।’ এদিকে, ঘাটাল আদালতে এক স্বামীকে নিয়ে দুই বউয়ের টানাটানি দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে