আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে দাঁড়াতে চলেছেন ভারতে শোরগোল ফেলে দেওয়া সীমা হায়দার। সচিনের প্রেমে পড়ে চার সন্তান নিয়ে অবৈধভাবে নেপাল হয়ে ভারতে আসা পাকিস্তানি মহিলা সীমা হায়দার।
তিনি শিগগিরই অভিনেত্রী হতে চলেছেন এই খবর তো জানাই ছিল। এবার প্রবেশ করতে চলেছেন রাজনীতিতেও। একটি দল সীমাকে তাদের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছে। সীমা হায়দারকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
সীমা হায়দার রিপাবলিকান পার্টির আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে। দলীয় কর্মকর্তাদের দাবি, সীমাকে দলের মহিলা শাখার সভাপতি করা হবে। পাশাপাশি তার কথা বলার ধরন বিবেচনা করে দলের মুখপাত্রও করা হবে। সীমা হায়দারকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রতীকে নির্বাচনে লড়ার কথা বলেছে।
নিরাপত্তা সংস্থার তদন্তে সীমার ক্লিন চিট পাওয়ার অপেক্ষা। তথ্য দিতে গিয়ে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সহ-সভাপতি মাসুম কিশোর বলেছেন, সীমা হায়দার একজন পাকিস্তানি নাগরিক এবং ভারতে এসেছেন। যদি সীমা নিরাপত্তা সংস্থাগুলি দ্বারা ক্লিন চিট পায় এবং ভারতীয় নাগরিকত্ব পায়, তাহলে সীমাকে দলে স্বাগত জানানো হবে।
তারা আরও বলেন, এখনও পর্যন্ত তদন্তে তার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি যদি নিরাপত্তা সংস্থাগুলির কাছ থেকে ক্লিন চিট পান তবে তাকে একজন মুখপাত্রও করব কারণ তিনি একজন ভাল বক্তা। ভারতের নাগরিকত্ব পেলে রিপাবলিকান পার্টির প্রতীকে নির্বাচনেও লড়বেন তিনি।
২০২৪ সালের নির্বাচনেও লড়তে পারেন। শর্ত একটাই, তাকে নাগরিকত্ব পেতে হবে। পাক নাগরিক সীমা হায়দরকে ভারতীয় গ্রামীণ মহিলার বেশে পরিকল্পনা করেই পাঠানো হয়েছে বলে সন্দেহ ভারতীয় নিরাপত্তা সংস্থার। তারা সীমার ওপর কঠোর নজরদারী রেখেছে।