আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচির গুলিস্তাঁ-য়ে-জোহরের রাস্তায় যে ঘটনা প্রকাশ্যে এসেছে তাতে চমকে যেতে হয়। বুধবার এক প্যান্ট খোলা ব্যক্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সিসিটিভিতে দেখা যায় প্রথমে এসে বাইক দাঁড় করায় ওই ব্যক্তি।
সিসিটিভিতে দেখা যায় প্রথমে এসে বাইক দাঁড় করায় ওই ব্যক্তি। তারপর রাস্তায় হেঁটে চলা মহিলার দিকে ছুটে যান। প্যান্ট খুলে ওই মহিলাকে পেছন থেকে জড়িয়ে ধরেন তিনি।
হঠাৎ বাইক দাঁড় করিয়ে নিজের প্যান্ট খোলেন ওই ব্যক্তি। তারপর রাস্তায় আচমকা এক মহিলাকে আসতে দেখে তার দিকে ছুটে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। অতর্কিতে এমন ঘটনা ঘটায় চমকে যান ওই মহিলা। কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে ওই ব্যক্তিকে ঠেলে সরিয়ে দেন।
তারপরই ওই ব্যক্তি সরে এসে আড়ালে প্যান্ট পরে নেয়। এরপর দ্রুত বাইক নিয়ে চলে যায় সে। গোটা ঘটনাটাই ধরা পড়েছে সামনের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায়।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখনও এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে বলেও জানান তিনি। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি। এও বলেন, আশা করছেন যে তাড়াতাড়ি অপরাধীকে ধরতে পারবেন তারা।
এদিকে পাকিস্তানের সিন্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ ঘটনার খবর পেয়ে ইন্সপেক্টর জেনারেল (আইজি) এবং অতিরিক্ত আইজি পুলিশকে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সিসিটিভি ভিডিও দেখুন...