শুক্রবার, ০৪ আগস্ট, ২০২৩, ০৭:২০:০৪

মেক্সিকো-আমেরিকা সীমান্তে ভয়বাহ দুর্ঘটনা, ৬ ভারতীয়সহ মৃত ১৮

মেক্সিকো-আমেরিকা সীমান্তে ভয়বাহ দুর্ঘটনা, ৬ ভারতীয়সহ মৃত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: হাইওয়ে থেকে খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি বাস। পশ্চিম মেক্সিকোর এই দুর্ঘটনায় বেশ ৬ জন ভারতীয়সহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের বেশিরভাগই ছিলেন বিদেশি। 

ভারতীয় ছাড়াও, ডমিনিকান রিপাবলিক এবং আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকসহ বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিল। প্রাথমিক খবর অনুযায়ী, বাসটিতে অন্তত ৬ জন ভারতীয় নাগরিক ছিলেন। স্থানীয় সময় অনুযায়ী মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি মেক্সিকোর উত্তরের শহর টিজুয়ানায় যাচ্ছিল। এই শহরটি একেবারে মার্কিন সীমান্ত লাগোয়া। সন্দেহ করা হচ্ছে, বাসের বিদেশি যাত্রীরা অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাচ্ছিলেন কিন্তু, টেপিক শহরের বাইরে বাররাঙ্কা ব্লাঙ্কার কাছে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি।

নায়ারিত রাজ্য সরকার জানিয়েছে, বাসটির চালককে আটক করা হয়েছে। মনে করা হচ্ছে, প্রবল বেগে একটি বাঁক ঘোরার সময় রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় বাসটি। 

নায়ারিতের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিব জানিয়েছেন, প্রায় ৪০ মিটার বা ১৩১ ফুট গভীর গিরিখাতে বাসটি পড়ে গিয়েছিল। তাই হতাহতদের উদ্ধার করা ছিল অত্যন্ত কঠিন। মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। সেই প্রক্রিয়া চলছে। 

মৃতদের মধ্যে অন্তত ৩ জন শিশু বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, আরও প্রায় ২০ জন কম-বেশি আহত হয়েছেন। তাদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, গত মাসেই মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকাতে প্রায় একই ধরনের আরও একটি বাস দুর্ঘটনা ঘটেছিল। সেই ক্ষেত্রে ২৯ জনের মৃত্যু হয়েছিল। তারও আগে ফেব্রুয়ারি মাসে মধ্য মেক্সিকোতে আরও এক বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে