রবিবার, ০৬ আগস্ট, ২০২৩, ০৯:৪১:৫৭

বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চল হেবেই প্রদেশে প্রবল ও বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ হয়েছেন অন্তত ১৮ জন। 

এরই মধ্যে দীর্ঘস্থায়ী বন্যা ও ভূমিধসের শঙ্কায় অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি হয়েছে। প্রাণহানি এড়াতে ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। খবর বিবিসির।

খবরে বলা হয়, শনিবার দুপুরের মধ্যে জনবহুল প্রদেশটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ৫০ লাখের বেশি মানুষকে। এরই মধ্যে পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর ও বহু স্থাপনা। প্লাবিত হয়েছে মাইলের পর মাইল কৃষিজমি। ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে নজিরবিহীন বৃষ্টি-বন্যায় গত মাসেই ১৪২ জনের মৃত্যু হয়েছে চীনে। টাইফুন ডকসুরির প্রভাবে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে অঞ্চলটি। ২০২১ সালেও প্রবল বন্যায় তিন শতাধিক মানুষের প্রাণ যায় দেশটিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে