রবিবার, ০৬ আগস্ট, ২০২৩, ১১:৩৪:২২

যে উপায়ে বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন ইউটিউবের ভিডিও

যে উপায়ে বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন ইউটিউবের ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক: ভিডিও স্ট্রিমিং ও শেয়ারিং মাধ্যম ইউটিউবে ভিডিও চলাকালে হুট করেই চলে আসে বিভিন্ন বিজ্ঞাপন। এ কারণে বিড়ম্বনায় পড়েন ব্যবহারকারীরা। এসব বিজ্ঞাপন যাতে না আসে, সে জন্য বিশেষ ফিচার রয়েছে ইউটিউবের। তবে বাংলাদেশে এতদিন এই সুবিধা বন্ধ ছিল। এবার সেটি চালু হয়েছে।

ভিডিও শেয়ারিং সাইটের এই সুবিধার নাম ইউটিউব প্রিমিয়াম। এই সুবিধা নিতে চাইলে বাংলাদেশি ব্যবহারকারীদের অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে।

সাবস্ক্রিপশন নিতে প্রতি মাসে খরচ হবে ২৩৯ টাকা। তবে প্রথম মাস ফ্রি টায়াল হিসেবে ব্যবহার করা যাবে ইউটিউব প্রিমিয়াম। একই ভাবে ইউটিউব মিউজিকও ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি ইউটিউব বাংলাদেশের পার্টনার ম্যানেজার আবু সালেহ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এ সুবিধার আওতায় ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজ সাবস্ক্রিপশন করলে সর্বোচ্চ ৫ জন ব্যবহার করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম। রাখা হয়েছে স্টুডেন্ট প্যাকেজ, মূল্য ১৩৯ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে