আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন সময় তার একাধিক বক্তব্য মন ছুঁয়ে গিয়েছে সাধারণ মানুষের। আম আদমির মতো রাস্তাঘাটে ঘোরাফেরা হোক বা কর্মরত কারও সঙ্গে এগিয়ে গিয়ে হাত মেলানো, ট্রুডোর ভদ্রতায় মুগ্ধ অনেকেই।
বিশ্ব জুড়েও তার ভক্ত সংখ্যা নেহাত কম নয়। বিশেষত, সুদর্শন এই পুরুষের অনেক মহিলা ভক্তও রয়েছে। সম্প্রতি ১৮ বছরের দাম্পত্যের পর বিয়ে ভাঙা র কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
গত বুধবারই তাদের আইনি বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে সিঙ্গল ট্রুডো। এই খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ তার অনুগামীদের একাংশের। কিন্তু, মন খারাপ টপকে অনেকের মনে আবার বসন্ত। নেটপাড়াতে খোলাখুলি এই নিয়ে চলছে আলোচনা।
ক নেটিজেন ফেসবুকে ৬ আগস্ট লিখেছেন, “যে কোনও সম্পর্কে ভাঙন কাম্য নয়। এই ঘটনা অত্যন্ত দুঃখের। কিন্তু, জাস্টিন ট্রুডো আবারও সিঙ্গল ভেবে ভালো লাগছে। আমার স্বপ্নের পুরুষ।”
অপর এক মহিলা নেটিজেন লিখেছেন, “বিবাহিত পুরুষকেও এতো কাঙ্খিত লাগতে পারে তা ওর ছবি বা ভিডিয়ো ভাইরাল হওয়ার আগে ভাবতে পারিনি। নিশ্চই ব্যক্তিগত জীবনে তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি চাই ওর জীবনে সবকিছু স্বাভাবিক হয়ে যাক। আমি দূর থেকেই তোমাকে ভালোবেসে যাব!”
অর্থাৎ খারাপ লাগার মধ্যেও কোথাও গিয়ে সিঙ্গল ট্রুজোয় মন দিচ্ছেন বহু মহিলা। ট্রুডো লেখেন, "সোফি এবং আমি দুই জনেই জানাতে চাইছি যে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘ আলোচনার পর। তবে আমরা একে অপরের কাছে বরাবর পরিবার থাকব এবং পরস্পরের প্রতি ভালোবাসা অটুট থাকবে। আমাদের সন্তানদের ভালোর জন্য সকলের কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ রইল।