শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ১০:৫৭:১৬

ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়, আগুন ছড়ানোর আশঙ্কা

 ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়, আগুন ছড়ানোর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রের সকালে কঠিন চ্যালেঞ্জের মুখে দমকল। বউবাজারের এক বহুতলে আগুন। বহুতলটির বেসমেন্টে রাসায়নিকের গুদামে আগুন লেগেছে বলে খবর। ঘিঞ্জি এলাকায় বহুতলটি অবস্থিত হওয়ায় আগুনের উৎসস্থলে পৌঁছতে বেগ পাচ্ছে দমকল। আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।

জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে বহু অফিস ছাড়াও দুটি ফ্লোরে রয়েছে আবাসিকরা। আগুন লাগার খবরে তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গুদামে রাসায়নিক থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। বেসমেন্টের মধ্যে আঠা সহ প্রচুর রাসায়নিকের ড্রাম রয়েছে। দাহ্য পদার্থের আধিক্যে আগুন ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে