শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ০৯:২০:০৮

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ১০ জনের মৃত্যু

 ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তিন শিশুসহ ১০ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন। শুক্রবার সকালে গুজরাটের বাভলা-বাগোডারা জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে একটি যাত্রীবোঝাই ট্রাক। দাঁড়িয়ে থাকা গাড়িটির তেমন ক্ষতি না হলেও দুর্ঘটনায় কার্যত দুমড়েমুচড়ে যায় যাত্রীবোঝাই গাড়িটি। হতাহতদের অধিকাংশেরই মাথা ও বুকে চোট লাগে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যের সুরেন্দ্রনগর জেলার চটিলা তীর্থক্ষেত্র থেকে মিনিট্রাকে করে ফিরছিলেন ২৩ পুণ্যার্থী। তাদের প্রত্যেকের বাড়িই খেড়া জেলায়। রাজকোট-আহমেদাবাদ জাতীয় সড়কে, বাগোডারা গ্রামের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে ধাক্কা মারে যাত্রীবোঝাই ট্রাকটি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, টায়ার ফেটে যাওয়ার কারণে সামনের গাড়িটি দাঁড়িয়ে পড়েছিল। সেটা বুঝতে না পেরেই পেছন দিক থেকে ধাক্কা মারে ট্রাকটি।

গুজরাট পুলিশের আহমেদাবাদ রেঞ্জের আইজি প্রেম বীর সিং জানান, যাত্রীবাহী ট্রাকটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল। গাড়িটি আদতে পণ্য বহন করার উপযুক্ত বলেও জানিয়েছে পুলিশ। বাগোডারা পুলিশ এ দুর্ঘটনার তদন্ত করছে। গুজরাটের একাধিক হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়েছে। এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে