আন্তর্জাতিক ডেস্ক : জাপানে তৈরি হল বিশ্বের প্রথম রোবট নিয়ন্ত্রিত খামার। এখানে জমিতে হাল চাষ থেকে শুরু করে- বীজ বোনা, সার ও পানি সেচ দেয়া এবং ফসল পাকলে তা তোলার কাজও করবে রোবট।
কিয়োটো শহরের 'স্প্রেড' সংস্থা ঘোষণা করেছে, আগামী ২০১৭ সাল থেকে বিশ্বের প্রথম ইন্ডোর খামারে উত্পাদন প্রক্রিয়া শুরু হবে। সম্পূর্ণ রোবটের সাহায্যে এই খামারে ফসল উত্পাদন করা হবে বলে জানা গিয়েছে। এই খামার থেকে প্রতিদিন ৩০,০০০ লেটুস পাতা পাওয়া যাবে বলে জানিয়েছে 'স্প্রেড' কর্তৃপক্ষ। তবে পাঁচ বছরের মধ্যে উত্পাদনের পরিমাণ বাড়িয়ে দিনে ৫ লক্ষ লেটুস করা যাবে বলে তারা মনে করছে।
সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, জাপানের জনসংখ্যায় দ্রুত হারে থাবা বসাচ্ছে বার্ধক্য। দেশের বর্ষীয়ান নাগরিকের সংখ্যা প্রতিদিন বাড়ছে কিন্তু জন্মের হার তুলনায় কম হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জাপানে যন্ত্রের ওপর আরো বেশি নির্ভরতা বাড়ছে।
মোট ৪৪০০ বর্গ মিটার আয়তনের ইন্ডোর খামারের মেঝে থেকে সিলিং পর্যন্ত অনেকগুলা তাক তৈরি করা হয়েছে। এই তাকের ওপরেই ফসল ফলানোর ব্যবস্থা করা হয়েছে।
'স্প্রেড'-এর কর্মকর্তা কোজি মোরিসাদা জানিয়েছেন, 'বীজ অবশ্য আপাতত মানুষই বুনবে। কিন্তু ফসল ফলাবার বাকি পর্ব আগাগোড়া নিয়ন্ত্রণ করবে রোবট।'
খামারের কাজে রোবটের ব্যাপক ব্যবহারের কারণে কর্মীপিছু খরচের পরিমাণ প্রায় ৫০% কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, শক্তি খাতে খরচও কমবে।
রোবট নিয়ন্ত্রিত চাষে ফলানো কীটনাশকহীন সম্পূর্ণ জৈব লেটুসে বেটা ক্যারোটিন-এর পরিমাণ সাধারণ ফসলের চেয়ে বহু গুণ বেশি থাকবে বলে জানিয়েছে 'স্প্রেড'। - টাইমস অফ ইন্ডিয়া
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই