মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ০৬:৪৫:১৬

মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প!

মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প!

আন্তর্জাতিক ডেস্ক: হিমালয়ের দেশ নেপালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) শক্তিশালী কম্পন অনুভব করেন নেপালিরা। এছাড়া কম্পন টের পান ভারতের রাজধানী নয়াদিল্লির মানুষও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রথমে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। প্রথম ভূমিকম্পের ২৫ মিনিটের মধ্যেই ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর ১৫ মিনিট পর ৩ দশমিক ৮ এবং ১৩ মিনিট পর ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়।

এছাড়া একই দিন ভারতের অরুনাচল প্রদেশে ৩টা ২৭ মিনিটে ৫ দশমিক ২ মাত্রা এবং কয়েক মিনিট পর উত্তরাখণ্ডে ৩ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, ‘৩ অক্টোবর ২০২৩ ভারতীয় সময় ২টা ৫১ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গভীরতা: ৫ কিলোমিটার। কেন্দ্র: নেপাল।’

নেপালে আঘাত হানা সেই দ্বিতীয় ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভব করেন দিল্লির মানুষ। ওই সময় রাজধানীর বেশিরভাগ অফিস খালি করে ফেলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভবন থেকে তড়িঘড়ি করে মানুষ বেরিয়ে আসছেন।

এদিকে চারটি ভূমিকম্প আঘাত হানলেও নেপালে এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। নেপাল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলে পড়েছে। যার কারণে দেশটি সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

২০১৫ সালের এপ্রিলে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্পে নেপালে ৮ হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া আহত হন আর ২১ হাজার মানুষ। সুত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে