আন্তর্জাতিক ডেস্ক : শারীরিক ও মানসিকভাবে পুলিশ হয়রানির শিকার হচ্ছে ফ্রান্সের মুসলিমরা। এমন দাবী করেছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংগঠনটি বুধবার একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেন। সেখানে তারা জানিয়েঠে, হয়রানি থেকে ছাড় পায়নি শিশু কিংবা বৃদ্ধ কেউই। যা মানবাধিকার লঙ্ঘন।
সে দেশটিতে হয়রানির শিকারর মুসলিমরা জানিয়েছে, পুলিশরা তাদের বাড়ি, রেস্তোর এমনকি মসজিদে ঢুকে হয়রানি করেছে। তাদের আসবাব ভেঙেছে। শিশুদেরকে হুমকি দিয়েছে এমনকি কোরআন শরীফও মেঝেতে ছুড়ে ফেলার অভিযোগ করেছেন তারা।
শুধু এখানেই থেমে থাকেনি মুসলিমদের দুর্দশা। অনেকে শুধু মুসলিম হওয়ার কারণে চাকরিচ্যুত হয়েছেন। কারো বেতন কমেছে কেউবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নভেম্বরের ১৪ তারিখ থেকে দেশটিতে অভিযান শুরু করে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।
হিউম্যান রাইটস ওয়াচের মতে, ৩৫০ থেকে ৪০০ মানুষকে এসময় গ্রেফতার করা হয় যার মধ্যে মাত্র ৫ জন সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় ৬০ জনেরও বেশি মুসলিমকে গ্রেফতারের সময় কোনো ব্যাখ্যা ছাড়াই নির্যাতনের মুখোমুখি হতে হয়।
ফ্রান্সে মুসলিমদের সংখ্যা ৫৫ লাখ থেকে ৬২ লাখ যা পুরো জনগোষ্ঠীর মাত্র সাত দশমিক ছয় শতাংশ। আর তাদের অনেককেই এখন দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে। সূত্র: আল জাজিরা
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন