আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৩ বছর আগের কথা। ২০১৩ সালে ইউরো জোনের শান্ত্রিপ্রিয় একটি দেশে পরমুণ হামলা চালাতে চেয়েছিল রাশিয়া। সামরিক মহড়ার সময় রুশ বিমান বাহিনী এই ষড়যন্ত্র করেছিল বলে দাবি করেছে শত্রুপক্ষ।
ন্যাটো ও তার মিত্রদের বিরুদ্ধে পরিচালিত কয়েকটি রুশ হামলা চেষ্টার মধ্যে এটি ছিল অন্যতম।
নতুন প্রকাশিত ন্যাটো রিপোর্ট অনুযায়ী, রুশ বিমান বাহিনী তাদের মহড়া চলাকালীন ফিনল্যান্ড উপসাগর অতিক্রম করার সময় সুইডেনে পারমাণবিক হামলা চালানোর চেষ্টা করেছিল। সুইডেনের আকাশসীমায় ঢুকে পড়লে সেরই চেষ্টা করে দেয়া হয়।
২০১৫ সালের বার্ষিক রিপোর্টে সংস্থাটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ লিখেন, ‘শীতল যুদ্ধ পরবর্তী সময়ে বর্তমানে রাশিয়া তার রণকৌশল ও সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা তীব্র করেছে। বিগত ৩ বছরে রুশ বাহিনী কমপক্ষে ১৮টি বড় আকারের মহড়া চালিয়েছে যার মধ্যে কিছু মহড়ায় ১ লক্ষেরও বেশি সৈন্য সম্পৃক্ত ছিল। এসব মহড়ার মধ্যে ন্যাটো জোটের দেশগুলোতে পারমাণবিক হামলা চেষ্টাও ছিল।’
২০১৩ সালের ২৯ মার্চ দুইটি টুপলেভ টু-২২এম৩ রুশ বোমারু বিমান ৪টি সুখো-২৭ জেট বিমানের এসকর্ট নিয়ে ফিনল্যান্ড উপসাগর অতিক্রমের সময় সুইডেনের গটল্যান্ড দ্বীপের ২৪ মাইল ভিতরে ঢুকে পড়ে।
গটল্যান্ড দ্বীপটি রাজধানী স্টকহোম থেকে মাত্র ১০০ মাইল দূরে অবস্থিত। গটল্যান্ডে একটি সুইডিশ সামরিক স্থাপনায় ডামি হামলা চালানোর মহড়া চালিয়ে রুশ বোমারু বিমানটি ফিরে যায়।
সেসময় এই ঘটনা সুইডেনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। কারণ এসময় সুইডিশ বাহিনী সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ছিল এবং বিমানের জন্য ডেনিশ বিমান বাহিনীর উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। এর ফলে রুশ হামলার সামনে সুইডেন কতটা অরক্ষিত তা প্রকট আকারে ধরা পড়ে। এ ব্যাপারে ন্যাটোর রিপোর্টে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
০৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস