শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২২:১০

সৌদির সেই প্রস্তাবে আমেরিকার হ্যাঁ, রাশিয়ার কড়া হুঁশিয়ারি

সৌদির সেই প্রস্তাবে আমেরিকার হ্যাঁ, রাশিয়ার কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : এক প্রস্তাবেই সৌদি আরবের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন যুক্তরাষ্ট্র। রিয়াদের দেয়া প্রস্তাবের একদিন পরই অবস্থান স্পষ্ট করল ওয়াশিংটন। এদিকে সৌদির সেই প্রস্তাবের বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

সৌদির সেই প্রস্তাবকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এতে চলমান লড়াই আরো সহজ হবে। আগামী সপ্তাহে বেলাজিয়ামে বিষয়টি নিয়ে তিনি সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠানোর বিষয়ে সৌদির প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার বলেছেন, যেকোনো দেশের সেনা পাঠানোর কারণে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএস-বিরোধী লড়াই সহজ হবে। সৌদি আরবের সেনা পাঠানোর খবরকে স্বাগতম।

রিয়াদ বলেছে, সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোট যদি স্থল অভিযানের সিদ্ধান্ত নেয় তবে তাতে সেনা পাঠাবে সৌদি আরব। সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আনসারি সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলকে এ কথা বলেছেন।

নেভাদার নেলিস বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌদি প্রস্তাবের প্রশংসা করেন কার্টার। তিনি বলেন, লড়াইয়ে আরো বৃহত্তর পরিসরে সহযোগিতাকে উৎসাহিত করার জন্য ব্রাসেলস বৈঠককে কাজে লাগানোর পরিকল্পনা করছেন।

সৌদি আরবের এ প্রস্তাবে এরইমধ্যে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন, সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সৌদি আরব অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে সহায়তা করছে। তারা এখন কী করে এসব বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করবে? কিছুদিন আগেও সৌদি আরব সিরিয়ার গোষ্ঠীগুলোকে অস্ত্রসহ সব ধরনের সমর্থন দেয়া অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে।

এদিকে রাশিয়া বলেছে, বিনা অনুমতিতে সিরিয়ায় সৌদি সেনা পাঠানো হলে তা দামেস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে। রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রধান পাভেল ক্রাশেনিননিকোভ এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, সিরিয়ায় সেনা পাঠাতে হলে দামেস্কের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি নিতে হবে কিংবা সিরিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানাতে হবে, তা না হলে সৌদি সেনা পাঠানোর বিষয়টিকে যুদ্ধ ঘোষণার সামিল হবে গণ্য করা হবে। আন্তর্জাতিক আইনে এটি বলা হয়েছে বলেও জানান তিনি।

ক্রাশেনিননিকভ আরো বলেন, সিরিয়ায় স্থল অভিযানের প্রতিশ্রুতি ঘোষণা করে রিয়াদ এখন যুদ্ধ ঘোষণা না করেই সার্বভৌম একটি দেশে সেনা পাঠাতে চাচ্ছে।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে