শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৯:১৬

ফের ভূমিকম্প, আহত ১৫

ফের ভূমিকম্প, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের কাঠমুন্ডতে আবারও শক্তিশালী ভূমি কম্প আঘাত হেনেছে। শুক্রবার রাতে এ ভূমিকম্প অনুভূত হয়। এসময় ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

জানা গেছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫ ছিল। এতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এখনও পর্যন্ত আহত হয়েছেন ১৫ জন। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার উত্তর–পূর্বে তিব্বত সীমান্তে সিন্ধুপালচক জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে ভূমিকম্প দপ্তর। গত এপ্রিলেই নেপালে ভূমিকম্প হয়েছিল। সেই স্মৃতি এখনও মুছে উঠতে পারেনি। এর পর থেকে প্রায় চারবার স্বল্প মাত্রার ভূমিকম্প হয়েছে নেপালে।

এদিকে শুক্রবার রাতে ভূমিকম্প টের পেতেই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন আতঙ্কগ্রস্ত মানুষ।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে