শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ০৫:১০:৫৬

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে সমুদ্রের তলদেশে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে বুরিয়াস থেকে প্রায় ১৬ মাইল দূরে কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। খবর রয়টার্সের। 

বিজ্ঞানীরা বলেছেন, সুনামির আশঙ্কা করা হচ্ছে না তবে আফটারশকের আশঙ্কা রয়েছে, এর জন্য বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। 

দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও উপস্থাপক লেনি আরানেগো বলেছেন, শক্তিশালী ভূমিকম্পে দেওয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ডেস্ক থেকে কিছু কম্পিউটার পড়ে যায়। 

ভূমিকম্পের পর শহরের একটি বিমানবন্দরের যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গবেষকরা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.৭ থেকে ৭.২ মাত্রার মধ্যে রেখেছেন।  

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে যে ভূমিকম্পটি ছয় মাইল গভীরতায় আঘাত হানে। প্রশান্ত মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরির একটি ভূমিকম্প প্রবণ বেল্ট যাকে ‘রিং অফ ফায়ার’ বলা হয়, ফিলিপাইন সেই অঞ্চলে অবস্থিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে