আন্তর্জাতিক ডেস্ক : হোটেলগুলোতে খাবার বিক্রির পর তা বেঁচে গেলে এই খাবর দিন শেষে মালিক পক্ষ রাস্তায় ছুড়ে ফেলেদেন অথবা যে কোনো ভাবে নষ্ট করে ফেলেন। কিন্তু এই বিষয়ের ওপর আইন করা হয়েছে, এই ভাবে কোনো খাবার রাস্তায় ফেলা যাবেনা। বা অন্য কোনো ভাবে নষ্টও করা যাবে না। এই খাবার অপচয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন জারি করেছে ফ্রান্স সরকার।
নির্দেশিকায় নিষেধাজ্ঞার উল্লেখ করে বলা হয়, সুপারমার্কেটগুলো এ বার থেকে আর খাবার ফেলতে পারবে না। খাবার বিক্রি না হলে, কোনো চ্যারিটি বা ফুড ব্যাংকে সেই খাবার দান করতে হবে। পরে, সেখান থেকে গরিব মানুষের মধ্যে ওই খাবার বিলি করা হবে।
প্যারিসের কাউন্সিলর আরষ দেরামবরষের এক পিটিশনের প্রেক্ষিতে বুধবার ফরাসি সিনেটে এই আইনটি পাস হয়। ৪০০ স্কোয়ার মিটার ও তার চেয়ে বেশি বড় সুপারমার্কেটগুলো এই আইনের আওতায় আসবে বলে জানানো হয়।
কেউ আইন না মানলে, ৭৫ হাজার ইউরো জরিমানা করা হবে। যা (বাংলাদেশি টাকায় ০১ টাকা ইয়োরো ৮৮.০৮ টাকা হারে) প্রায় ৬৬,০৫,৮৫৪ টাকা। অথবা দু-বছরের কারাদণ্ড। ফ্রান্সই একমাত্র দেশে যেখানে খাবার অপচয়ের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা আরোপ করে, গরিবদের মধ্যে তা বিলোতে আইনি ভাবে বাধ্য করা হল। সত্যি এই বিষয়টি অকল্পনিয়।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই