রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১৬:২২

বিয়ে পড়াবে মহিলা কাজী

বিয়ে পড়াবে মহিলা কাজী

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিনের চিরাচরিত প্রথা ভাঙল এবার ভারতের  রাজস্থানে! এই প্রথমবারের মত কাজী হলেন মহিলা।  যে মহিলারা পুরুষের থেকে কোনো অংশে কম নয়।  রাজস্থানের এ ঘটনায় আরো একবার প্রমাণিত হলো।

রাজস্থানে মহিলা কাজী হওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি।  তবে এবার মহিলাদের অধিকার সংরক্ষণের জন্যই প্রশিক্ষণ নিয়ে কাজী উপাধি নিলেন রাজস্থানের দুই কন্যা।  

তাও মাত্র ৪০ বছর বয়সে।  তাদের নাম জাঁহা আরা এবং আফরোজ বেগম। দিন দু’য়েক আগে কাজী পদে শপথও নিয়েছেন জাঁহা আরা এবং আফরোজ বেগম।  

শপথ নেয়ার পর কাজী জাঁহা আরার মন্তব্য, কাজিয়ত কেবল সোলেমনিজিং নিকাহের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, আরো অনেক দায়িত্বও থাকে।

সম্প্রতি মুম্বাইয়ের দারুল উলুম-ই-নিসাওয়াতে কাজী হওয়ার জন্য দু’বছরের প্রশিক্ষণ নিয়েছেন জাঁহা আরা এবং আফরোজ বেগম।  প্রশিক্ষণে তারা আল কোরআন, হাদিস এবং ভারতীয় সংবিধানের কোর্স সম্পূর্ণ করেন।

এছাড়া মহিলাদের অধিকারের বিষয়েও পড়াশোনা করেছেন।  এর ভিত্তিতেই গত শুক্রবার জয়পুরে ন্যাশনাল কনফারেন্সে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের তরফে জাঁহা আরা এবং আফরোজ বেগমের হাতে ‘কাজিয়ত’-এর শংসাপত্র তুলে দেয়া হয়।  

‘কাজিয়ত’-এর শংসাপত্র পাওয়ার পর মুসলিম মহিলাদের অধিকার সংরক্ষণের বিষয়ে সরব হন জাঁহা আরা।  তিনি বলেন, একজন কাজী সত্য এবং অধিকার নিয়ে কথা বলতে পারে।  

আল কোরআনের আয়াতে এই অধিকারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে।  বিয়ে, তালাক এবং মোহরানাসহ অন্যান্য বিষয়ে মহিলার অধিকার রক্ষায় আমরা আমাদের সমস্ত রকম চেষ্টা করতে পারব।     
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে