আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে ৬ মাসের আল্টিমেটাম দিয়েছে ইরান। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পুরোনে হিসেব চুকিয়ে ফেলতে চাইছে তোহরান। এ জন্য ৬ মাস সময় বেধে দিয়েছে ইরান। সেই সঙ্গে জানানো হয়েছে, বিদ্যমান পদ্ধতির ইতি ঘটানো হচ্ছে। আগামীতে নতুন নিয়মে শুরু কবে হিসাব।
নয়া দিল্লির কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি বাবদ ৬০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থ পায় তেহরান। সেই অর্থ পরিশোধের জন্যই ৬ মাসের সময়সীমা বেধে দেয়া হয়েছে।
ইরানের ব্যাংকিং লেনদেনের ওপর নিষেধাজ্ঞা থাকায় গত তিন বছর ধরে এ প্রক্রিয়ায় তেল আমদানি করতো ভারত।
এ ছাড়া, ভারতের কাছে তেল বিক্রি বাবদ অর্থ পরিশোধের পূর্বতন পদ্ধতির ইতি ঘটেছে বলেও জানিয়ে দিয়েছে ইরান। আগের এ প্রক্রিয়ায় অপরিশোধিত তেল বিক্রির ৪৫ শতাংশ অর্থ ভারতীয় মুদ্রা রুপিতে শোধ করা যেত। বাকি অর্থ পরিশোধের জন্য রেখে দেয়া যেত।
ভারতীয় কর্মকর্তারা বলছেন, ভারতের কাছে ইরানের বকেয়া অর্থের পরিমাণ বেড়ে ৬০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তারা জানান, ছয় মাসের মধ্যে কিস্তিতে এ অর্থ নিতে রাজি হয়েছে তেহরান। কিস্তিতে এ অর্থ ইউরোতে পরিশোধ করতে হবে বলে নয়াদিল্লিকে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক সিবিআই।
ইউরো গ্রহণের জন্য ইরান ভারতীয় ব্যাংকগুলোতে ইউরোর একাউন্ট খুলবে অথবা এ ধরনের আগের একাউন্টগুলোকে সক্রিয় করবে। ভারত থেকে ইস্পাতসহ অন্যান্য পণ্য আমদানিতে ইরান এ অর্থ ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
০৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস