আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার বেশিরভাগ এলাকা উত্তর কোরিয়ার রকেট হামলার আওতায় চলে এসেছে বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া যে রকেট উৎক্ষেপণ করেছে তা পূর্বের মডেলের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এটি আমেরিকার বেশিরভাগ এলাকায় আঘাত হানতে সক্ষম বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
আজ (মঙ্গলবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, পিয়ংইয়ং’র তিন পর্যায়ের রকেটের পাল্লা ১২,০০০ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালে পরীক্ষা চালানো উনহা-৩ রকেটের চেয়ে এর পাল্লা ২,০০০ কিলোমিটার বেশি বেড়েছে।
উত্তর কোরিয়ার ডংচাং-রি ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে উৎক্ষেপিত রকেটটি একটি উপগ্রহ বহন করছিল বলে দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে।তবে রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে এর আগে দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা 'ইয়োনহ্যাপ' দাবি করেছিল।
এদিকে, রকেটের মাধ্যমে মহাকাশে সফলভাবে উপগ্রহ পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে আরো উপগ্রহ পাঠানো হবে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে। তবে দুর পাল্লার নতুন রকেট উৎক্ষেপনের বিষয়ে এর আগে জাতিসংঘকে জানানো হয়েছিল বলে পিয়ংইয়ং দাবি করেছে।
অনেকেই মনে করছেন রকেট ছোঁড়ার আড়ালে প্রকৃতপক্ষে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এর পাল্লা ১২ হাজার কিলোমিটার হওয়ায় আমেরিকার মূল ভূখণ্ড এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে এসে গেল।
উত্তর কোরিয়া দূর পাল্লার রকেট উৎক্ষেপণের পর সৃষ্ট হুমকির কারণে দেশটির সীমান্তে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করার বিষয়ে আলোচনা শুরু করা হবে বলে সিউল এবং ওয়াশিংটন ঘোষণা দিয়েছে।
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই