আন্তর্জাতিক ডেস্ক : দিন দিন বাড়ছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা। এবার বাইক প্রেমীদের জন্য আসছে নতুন এক সুখবর।
দুর্দান্ত লুকের এক ই-বাইক নিয়ে এসছে রিভোল্ট মটোর। রিভোল্ট আরভি ৪০০ বিআরজেড মডেলের ই-বাইকটি এক চার্জে চলবে ১৫০ কিলোমিটার।
ই-বাইকটিতে রয়েছে ৩.২৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। ইকো, নর্মাল এবং স্পোর্ট মোডের বাইকটির সর্বোচ্চ গতি ৮৫ কিলোমিটার।
ইকো মোডে ১৫০ কিলোমিটার, নর্মাল মোডে ১০০ কিলোমিটার এবং স্পোর্ট মোডে ৮০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম এই বাইকটি। ব্যাটারি ৭৫ শতাংশ চার্জ হতে সময় নেয় ৩ ঘণ্টা এবং ফুল চার্জ হতে ৪ ঘণ্টা।
রিভোল্ট আরভি ৪০০ বিআরজেড- বাইকটিতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে বাইকের স্পিড, রাইডিং লেভেল, ব্যাটারি স্টেটাস, তাপমাত্রা-সহ একাধিক তথ্য রিয়েল টাইম দেখা যায়। সুরক্ষার জন্য কম্বি ব্রেকিং সিস্টেম এবং সাইড স্ট্যান্ড পাওয়ার কাট রয়েছে মোটরসাইকেলটিতে।
ডার্ক লুনার গ্রিন, ডার্ক সিলভার, কসমিক ব্ল্যাক, রেবেল রেড এবং প্যাসিফিক ব্লু রঙে পাওয়া যাবে বাইকটি। ভারতের বাজারে বাইকটির দাম রাখা হয়েছে ১ লাখ ৩৮ হাজার রুপি।