আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের একটি গামে হারিয়ে যাওয়ার ২২ বছর পর ফিরে এসেছে এক ছেলে। যখন মাত্র ১১ বছর ছিল তখন হারিয়ে যায় ওই ছেলে। এরপর প্রায় দুই যুগ পর ফিরে এসেছে সে। তবে ফিরে আসার সময় মায়ের কাছে এই ছেলে উপস্থিত হয়েছে সন্নাসীর বেশে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও ছেলের এই পুনর্মিলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তার ছেলে পাশে বসে স্থানীয় একটি বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইছে। পাশে বসে তার মা কাঁদছে।
ওই সময় তার বাড়িতে ফেরা ছেলেকে সন্নাসীর পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে। তার মা ছাড়া পাশে বসা অন্যান্যরাও গান শুনে কাঁদছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে যুবকে পরিণত হওয়া সেই ছেলে বিষন্ন গান গাচ্ছিল এবং তার মায়ের কাছে ভিক্ষা চাচ্ছিল।
আর তিনি গান গাইছিলেন রাজা ভার্থারীকে নিয়ে। যিনি বিখ্যাত একটি লোককাহিনীর প্রধান চরিত্রে ছিলেন। রাজা ভার্থারী সন্নাসী হওয়ার জন্য রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন।
এনডিটিভি জানিয়েছে, যে ছেলেটি ফিরে এসেছে সে রতিপাল সিংয়ের ছেলে পিঙ্কু। সে ২০০২ সালে তার দিল্লির বাড়ি থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়। মার্বেল খেলা নিয়ে বাবার সঙ্গে সেদিন তার মনোমালিন্য হয়েছিল। এরপর তার মা ভানুমতিও তাকে বকাঝকা করেন। এতে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় পিঙ্কু। অবশেষে দীর্ঘ ২২ বছর পর ফিরে এসেছে সে।
গত সপ্তাহে রিঙ্কু উত্তর প্রদেশের আমেথি বিভাগের তার গ্রামের বাড়িতে ফিরে আসে। এরপর গ্রামবাসী দ্রুত তার পরিবারের সদস্যদের এ ব্যাপারে অবহিত করে। তার পরিবার এখনো দিল্লিতে বসবাস করছেন। সূত্র: এনডিটিভি