বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৩২:৩৩

বাজারে এলো জ্বালানি সাশ্রয়ী নতুন মোটরসাইকেল

বাজারে এলো জ্বালানি সাশ্রয়ী নতুন মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের টিভিএস জ্বালানি সাশ্রয়ী নতুন মোটরসাইকেল আনল। এটি তাদের প্রথম ফ্লেক্স-ফুয়েল বাইক। ভারতে অনুষ্ঠিত মোবিলিটি এক্সপোতে এই ইথানল চালিত টিভিএস রেইডার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

নতুন প্রযুক্তির এমন মোটরসাইকেল ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। তবে শুধু টিভিএস নয়, রয়ের এনফিল্ড এবং হোন্ডা মোটরসাইকেলও এনেছে ফ্লেক্স-ফুয়েল ভেহিকেল। সাধারণ বাইকের থেকে এই ধরনের ই৮৫ বাইকের বিশেষত্ব কী আসুন জেনে নেওয়া যাক।

ইথানলে চলবে টিভিএস রেইডার
নতুন টিভিএস রেইডার চলবে ইথানলে। ইথানল ৮৫ শতাংশ পর্যন্ত জৈব জ্বালানি। ভারত সরকারের নিয়ম অনুযায়ী সকল বাইকের ইঞ্জিন ই২০ ফুয়েলে চলার নিয়ম। নিয়ম মেনে গত বছর সব মডেলে এই আপডেট এনেছে বাইক সংস্থাগুলো। এবার শোনা যাচ্ছে ই২০ কে ছাপিয়ে যেতে পারে ই৮৫।

ই৮৫ মোটরসাইকেল কী?
এতে পেট্রোলের পরিমাণ অনেক কম থাকে। ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল জ্বালানি ব্যবহার হয় ইঞ্জিনে। যার ফলে পেট্রোলের ওপর নির্ভরশীলতা যেমন কমে, তেমনই পরিবেশ দূষণের হাত থেকে বাঁচা যায়। এই নতুন প্রযুক্তি হল ফ্লেক্স-ফুয়েল টেকনোলজি বা এফএফটি। যা বাইকের ইঞ্জিনকে ৮৫ শতাংশ ইথানল ব্যবহার করার অনুমতি দেয়।

টিভিএস রেইডার বাইকের ফিচার
এই বাইকে রয়েছে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১.২ হর্সপাওয়ার এবং ১১.২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।

বাইকের অন্যান্য স্পেসিফিকেশন রয়েছে সামনের চাকার ডিস্ক ব্রেক এবং পেছনে চাকায় ড্রাম ব্রেক। চাকার আয়তন ১৭ ইঞ্চি। সাসপেনশনের ক্ষেত্রে মিলবে টেলিস্কপিক ফর্ক এবং মনোশক। বাইকে মিলবে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে