বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৪:৪৮

এভাবেও বেঁচে থাকা সম্ভব!

এভাবেও বেঁচে থাকা সম্ভব!

আন্তর্জাতিক ডেস্ক : অসম্ভব প্রত্যাবর্তন হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সৈনিক হনমন্তাপ্পা কোপ্পডের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেন হিমবাহে মাইনাস ৪২ ডিগ্রি তাপমাত্রায় বরফের স্তূপের ২৫ ফুট নিচে চাপা পড়েছিলেন হনমন্তাপ্পা। উদ্ধারকারী দল দুর্ঘটনার ছ’দিন পর বরফ খুঁড়ে দেখতে পেল, বেঁচে রয়েছেন হনমন্তাপ্পা।

ভয়ঙ্কর তুষারধসে বরফের তলায় হারিয়ে যাওয়া সঙ্গীদের কাউকেই খুঁজে পাওয়া যাবে না বলে ধরে নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। কিন্তু বরফের তলায় অবিশ্বাস্যভাবে হনমন্তাপ্পার শরীরে প্রাণের স্পন্দন খুঁজে পেয়ে প্রবল আবেগে ঝাঁপিয়ে পড়লেন উদ্ধারকারী দলের সৈনিকরা। ভারতের সেনাবাহিনী কত বড় একটা অবিচ্ছিন্ন পরিবার। হনমন এখন কোমায় আচ্ছন্ন হয়ে পড়ায় উৎকণ্ঠায় গোটা বাহিনীর।

সিয়াচেনে কাজ করার জন্য জওয়ানদের বিশেষ পোশাক দেয় ভারতীয় সেনাবাহিনী। ১৯ হাজার ফুটেরও বেশি উঁচু হিমবাহে ২৫ ফুট বরফের তলায় ৬ দিন চাপা পড়ে থাকা সত্ত্বেও সেনা জওয়ান হনমন্তাপ্পা কোপ্পডের শরীরে তাই কামড় বসাতে পারেনি বরফ।

ভারতের সেনা সূত্রে জানা গিয়েছে, বরফ খুঁড়ে তাকে যখন খুঁজে পাওয়া গেল, তখনও তার জ্ঞান ছিল। কিন্তু তিনি তখন সব কিছু ঠিক মতো বুঝতে পারছিলেন না। ঘোরের মধ্যে ছিলেন। তুষারধসে চাপা পড়ার পর যে প্রচণ্ড আতঙ্ক গ্রাস করেছিল, তার থেকে তখনও বেরিয়ে আসতে পারেননি হনমন।

ছ’দিন কিছুই না খেয়ে থাকায়, শরীরে জলের ভাগ খুব কমে এসেছিল। শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও, হাসপাতালে ভর্তি করার পর বোঝা যায় তার লিভার ও কিডনি ঠিক মতো কাজ করছে না। এর পর কোমায় চলে গিয়েছেন হনমন্তাপ্পা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

অসম্ভব উদ্ধার অভিযান চালিয়ে যারা বরফের তলা থেকে তুলে হনমন্তাপ্পাকে, কোমায় চলে যাওয়ার খবর তাদের কাছে নিঃসন্দেহে খুব বেদনার। হনমনের শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় গোটা সেনাবাহিনী। গোটা ভারত প্রার্থনা করছে তার জন্য। শেষ পর্যন্ত হনমনের কী হবে জানা নেই। কিন্তু যেভাবে উদ্ধার করা হয়েছে তাকে, সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার সাথে সাথে সবাই সেনাবাহিনীকে অভিবাদন জানাতে থাকে।

বরফের তলায় সঙ্গী এখনও বেঁচে রয়েছে বুঝেই ঝাঁপিয়ে পড়লেন উদ্ধারকারী দলের সৈন্যরা। বুকে টেনে নিলেন হনমনকে। দ্রুত কম্বল নিয়ে মুড়ে দেওয়া হল তাকে। হনমনের পা তখনও বরফে আটকে। পায়ের দিক থেকে দ্রুত বরফ সরিয়ে হনমনকে তুলে আনার আগে পর্যন্ত, সকলে মিলে অভয় দিতে থাকলেন আটকে পড়া জওয়ানকে। ‘কিচ্ছু হবে না, কোনও ভয় নেই, আমরা এসে গিয়েছি। আর কোনও ভয় নেই ভাই।’’ এমনভাবে তুলে আনা হল দুর্গতকে, ঠিক যেন ঘনিষ্ঠ পরিজন বুকে টেনে নিচ্ছেন বিপন্নকে।

ভারতীয় সেনার বৃহত্তর পরিবারে অবিচ্ছিন্ন বন্ধনের কথা ভারতীয় মিডিয়া ও সিনেমাতে  আগেও দেখা গিয়েছিল। কিন্তু সিয়াচেনে উদ্ধারের সেই ভিডিও যেন তার প্রত্যক্ষ প্রমাণ দিল। এই ভিডিও ভারতীয় সেনার কর্তব্যবোধের প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দিলো ভারতের জনগণের।

১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে