শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১২:৪৪

পালসারের একটি নতুন মডেলের টিজার প্রকাশ

পালসারের একটি নতুন মডেলের টিজার প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : বাইক হিসেবে বাজাজের পালসার ব্র্যান্ডের সুখ্যাতি ভারতের পাশাপাশি বাইরের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। লুকস ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বাজারে এই ব্র্যান্ডের চাহিদা বেশি। 

১২৫ থেকে শুরু করে ২৫০ সিসি, ক্রেতাদের প্রয়োজন মেটাতে বিভিন্ন ক্ষমতার ইঞ্জিনে উপলব্ধ পালসার সিরিজ। ক্রেতাদের উন্মাদনা বাড়িয়ে এবার ইনস্টাগ্রামে পালসারের একটি নতুন মডেলের টিজার প্রকাশ করল বাজাজ অটো (Bajaj Auto)। 

যা Bajaj Pulsar NS200-এর নতুন ভার্সন বলেই মনে করা হচ্ছে। টিজার ভিডিয়োতে বাইকটিতে বড় আপডেট যুক্ত করার ইঙ্গিত দিয়েছে সংস্থা। চলুন দেখে নিই, ঠিক কী কী পরিবর্তন থাকতে পারে।

আসন্ন মোটরসাইকেলের টিজারে আপডেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া না হলেও অনুমান করা হচ্ছে, এবারে Bajaj Pulsar NS200-এ যোগ হতে চলেছে এলইডি লাইট। ডিজাইনে আপডেট হিসেবে নতুন রঙের চাদর জড়িয়ে হাজির হতে পারে। 

আবার সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার বদলে দেওয়া হতে পারে নতুন ফুল ডিজিটাল কনসোল, যার সঙ্গে সদ্য নতুন Pulsar N160 ও Pulsar N150 লঞ্চ হয়েছে। এই নতুন ক্লাস্টারে উপলব্ধ ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করা যাবে।

নতুন ব্ল্যাকআউট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার নিয়ন্ত্রণের জন্য বাঁদিকের সুইচ গিয়ারে থাকছে বাটন। এতে গিয়ার পজিশন ইন্ডিকেটর, মোবাইল নোটিফিকেশন অ্যালার্ট, ফুয়েল ইকোনমি, ডিসটেন্স টু এম্পটি, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি ও সময় ভেসে উঠবে। এছাড়া সেখানে ট্রিপ মিটার, ওডোমিটার, স্পিডোমিটার এবং ফুয়েল গজের তথ্য দেখা যাবে।

নতুন প্রজন্মের পালসার এনএস২০০-এর ইঞ্জিনে কোন রকম পরিবর্তন থাকছে না বলেই অনুমান। আগের ১৯৯.৫ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে এই বাইক। 

এটি থেকে ৯,৭৫০ আরপিএম গতিতে ২৪ বিএইচপি ক্ষমতা এবং ৮,০০০ আরপিএম গতিতে ১৮.৭৪ এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে তাল মেলাতে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স।

Bajaj Pulsar NS200-এ ব্যবহৃত হয়েছে পেরিমিটার ফ্রেম। সামনে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ও পিছনে মোনোশক সাসপেনশন বর্তমান। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে ডুয়েল চ্যানেল এবিএস সমেত সামনে ও পেছনের চাকাতে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সামনে ও পেছনে যথাক্রমে ১০০/৮০-১৭ সেকশন ও ১৩০/৭০-১৭ সেকশন টিউবলেস টায়ার রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে