আন্তর্জাতিক ডেস্ক : ২০১০-এর ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে ফের ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। বিপদ এখনো কাটেনি। চিলির উপকূল এলাকা জুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা দিকে ভয়াবহ কম্পনে কেঁপে ওঠে মধ্য চিলির বিস্তীর্ণ অঞ্চল। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের এপিসেন্টার ছিল চিলির শহর ওভালে থেকে ৪০ কিমি দূরে। গোটা চিলি জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। উপকূলবর্তী অঞ্চলগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। সম্ভাব্য সুনামির আশঙ্কায় তত্পর চিলির নৌবাহিনী।
প্রসঙ্গত, চিলি প্রচণ্ড ভূমিকম্পপ্রবণ একটি দেশ। গত কয়েকশো বছরে সাংঘাতিক ভূমিকম্প ও সুনামির কবলে পড়েছে দেশটি। চিলির সাম্প্রতিকতম সবচেয়ে ভয়াবহ কম্পনটি হয় ২০১০-এ। ৩ মিনিটের কম্পনে ধ্বংস হয়ে যায় আড়াই লক্ষ বাড়িঘর। মৃত্যু হয় ৫০০-র বেশি মানুষের।
ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই