শনিবার, ০২ মার্চ, ২০২৪, ০৭:১৫:১৭

যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ আইইএলটিএস ছাড়াই, থাকছে ২২ লাখ টাকা

যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ আইইএলটিএস ছাড়াই, থাকছে ২২ লাখ টাকা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপের আওতায় এক থেকে দুইবছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটার্সবার্গের গ্লোবাল স্টাডিজ সেন্টার। 

‘এইচজে হেইনজ ফেলোশিপ’ (H. J. Heinz Fellowship) এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই ফেলোশিপ প্রদান করা হবে।

 বাংলাদেশ সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই ফেলোশিপের উদ্দেশ্যে হলো উন্নয়নশীল দেশগুলোর সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীদের স্নাতকোত্তরের ফান্ডিংয়ের ব্যবস্থা করা। 

স্নাতকোত্তর প্রোগ্রামের বিষয়ঃ- 
* পাবলিক হেলথ। 
* আইন। 
* পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স।
* শিক্ষা।
* নার্সিং। 

সুযোগ-সুবিধাঃ- 
* লিভিং স্টাইপেন্ড হিসেবে ১৯২০০ মার্কিন ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ২২ লাখ ২০ হাজার টাকা) প্রদান করবে। যা মাসিক ইনস্টলমেন্টে পাওয়া যাবে। 
* অ্যাকটিভিটি ফান্ড হিসেবে ১০০০ মার্কিন ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা) প্রদান করবে।

তবে ফেলোশিপ চলাকালে কোনো ফেলো যদি বিশ্ববিদ্যালয়ের সম্মতি ব্যতিরেকে ফেলোশিপ বাতিল করেন অথবা যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে ফেলোশিপের টাকা ফেরত দিতে হবে।

আবেদনের যোগ্যতাঃ- 
*আবেদনকারীদের অবশ্যই স্নাতকোত্তর প্রোগ্রামে (যে শিক্ষাবর্ষের শুরুতে তাঁরা হেইনজ ফেলোশিপ চান) ভর্তি হতে হবে।
*স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। 
*ইংরেজি বলা, পড়া ও লেখায় দক্ষ হতে হবে।
* কর্মজীবনের প্রাথমিক বা মাঝামাঝি পর্যায়ে আছে এমন আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বর্তমানে কর্মরত অথবা পলিসি ডোমেইনের সঙ্গে সম্পৃক্ত, এমন ব্যক্তিবিশেষের জন্য এই ফেলোশিপ দেওয়া হয়। মৌলিক একাডেমিক গবেষণা, একাডেমিক সাবাটিক্যাল বা চিকিৎসা গবেষণার জন্য এই ফেলোশিপ দেওয়া হয় না।

আবেদনের সময়সীমাঃ- 
স্নাতকোত্তরে আবেদনের সময় এই ফেলোশিপের কথা উল্লেখ করতে হয়। তবে ভিন্ন ভিন্ন বিষয়ের ক্ষেত্রে আবেদনের সময় ভিন্ন হতে পারে, শিক্ষার্থীকে নিজ বিষয়ের ব্যাপারে খোঁজ নিতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
আনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে